ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন সামান্য কমেছে

প্রকাশিত: ০৬:৩৯, ৯ জুলাই ২০১৮

পুঁজিবাজারে লেনদেন সামান্য কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৮৯২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৩৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের বড় উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বাড়ে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপেই সূচকের এই কিছুটা পতন। তবে বেশ কিছু শেয়ারের চাহিদা বাড়ার কারণে সার্বিক সূচকটি কমেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, আরএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাচারিং, মুন্নু সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, সিনোবাংলা ও ফরচুন সুজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম টেক্স, শাহজিবাজার পাওয়ার, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়ার, প্যাসিফিক ডেনিম, এইচ আর টেক্সটাইল, এডভেন্ট ফার্মা ও আরএসআরএম স্টিল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, বিডি অটোকার, আরামিট লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর, পদ্মা লাইফ, ঝিল বাংলা সুগার, সাভার রিফ্যাক্টরিজ, উসমানিয়া গ্লাস, রংপুর ফাউন্ডি ও লিব্রা ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।
×