ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ছাত্র হত্যাকারীর দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৪:৩৮, ৯ জুলাই ২০১৮

ফরিদপুরে ছাত্র  হত্যাকারীর দ্রুত  বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ জুলাই ॥ নগরকান্দা উপজেলার আলাউদ্দিন মাতব্বর অন্তরের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ এলাকাবাসী। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আলাউদ্দিনের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার জাকির হোসেন খানের কাছে দুটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি হাতে নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হত্যাকারীদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফের বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন কয়েকশ’ নারী পুরুষ। এ সময় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে বক্তব্য দেন মুফতি সালমান ফরিদী, আলমগীর হোসেন, ওদুদ শেখ, অন্তরের দাদি ভানু বেগম, চাচি রিভা খাতুন এবং নিহত অন্তরের মা জান্নাতী বেগম। মানবন্ধন কর্মসূচী শেষে প্রতিবাদকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ৭ জুন রাতে তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় তালমা নাজিম উদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া গ্রামের বাসিন্দা গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতব্বরের ছেলে আলাউদ্দিন অন্তর (১৪)। অপহরণের ১৯ দিন পর গত ২৬ জুন রাতে তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের একটি চকের মধ্যে একটি খালপাড় থেকে মাটিতে পোঁতা অবস্থায় আলাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
×