ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবককে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সে পুলিশ অভিযুক্ত

প্রকাশিত: ০৬:২৯, ৮ জুলাই ২০১৮

যুবককে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সে পুলিশ অভিযুক্ত

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে কৃষ্ণাঙ্গ যুবককে বেআইনীভাবে গুলি করে হত্যার দায়ে এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ওই পুলিশ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় আবুবকর ফোফানা নামের ওই যুবককে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা চলছে। তার আইনজীবী এ কথা জানান।-খবর এএফপির। এই দাঙ্গার মধ্যদিয়ে ফ্রান্সের সুবিধাবঞ্চিত শহর এলাকায় তরুণদের ওপর পুলিশের দমন-পীড়নের দীর্ঘদিনের অভিযোগের বিষয়টিই আবারও সামনে এলো। পুলিশ বলছে, ২২ বছর বয়সের ওই যুবককে গ্রেফতারের সময় আত্মরক্ষায় তিনি গুলি চালান। কিন্তু পরে তিনি ভুল করে গুলি চালানোর কথা বলেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নানতাসে গাড়ি থামিয়ে আবুবকর ফোফানার গলায় একটি গুলি করে। কাশ্মীরে সেনাদের গুলিতে কিশোরীসহ নিহত তিন জন্মু ও কাশ্মীরের কুলগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর ছোড়া গুলিতে ১৬ বছরের এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ বিক্ষোভকারী, যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ। খবর এনডিটিভি। শনিবার কাশ্মীরের দক্ষিণের কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর বিক্ষোভকারীরা পাথর ছুড়ে হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর কুলগাম ও অনন্তনাগ এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। নিহত শাকির আহমদ (২২), ইরশাদ মাজিদ (২০) ও আন্দালিব (১৬) কুলগামের হাওড়া এলাকার বাসিন্দা ছিলেন।
×