ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে ইরানী সৈন্য প্রত্যাহারে সায় নেই রাশিয়ার

প্রকাশিত: ০৬:২৮, ৮ জুলাই ২০১৮

সিরিয়া থেকে ইরানী সৈন্য প্রত্যাহারে সায় নেই রাশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আসন্ন বৈঠকে সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের বিষয়ে কোন সমঝোতা হবে না। স্পষ্টভাবে একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট আবাসিক দফতর ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় বলেছেন, পুতিন ও ট্রাম্পের আসন্ন বৈঠকে সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে কোন আলোচনা হবে না। আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর ওয়েবসাইট। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতির বিরোধিতা করলেও রাশিয়া বরাবরই বলে এসেছে, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান। ইরান সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। উগ্র জঙ্গী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ার সেনাবাহিনীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। সিরিয়ায় ২০১১ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা শুরু করে। কয়েক বছরের ব্যাপক সংঘর্ষের পর চলতি বছরের গোড়ার দিকে সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করতে সক্ষম হয়।
×