ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিত: ০৪:৫০, ৭ জুলাই ২০১৮

  ফরিদপুরে কলেজ  অধ্যক্ষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ  মামলা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ জুলাই ॥ সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণের (৪৫) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। ফরিদপুরের পাঁচ নম্বর আমলী আদালতে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন রাকিবুল হাসান নামে এক ব্যক্তি। রাকিবুল হাসান সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি। ওই আদালতের বিচারিক হাকিম সুমন হোসেন মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্ত করার আদেশ দিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ২ আগস্ট। মামলার বাদী রাকিবুল হাসানের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ তার নিজ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানাননি। আমাদের সংবিধান অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো বাধ্যতামূলক। ওই অধ্যক্ষ তার কক্ষে বঙ্গবন্ধুর ছবি না টানিয়ে সংবিধানের নির্দেশ লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে অধ্যক্ষের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা হয়েছে অধ্যক্ষের স্ত্রী সরস্বতী বর্মণের সঙ্গে। তিনি জানান, কলেজে অধ্যক্ষের কক্ষটি স্থনান্তর করার কাজ চলছিল, এ জন্য বঙ্গবন্ধুর ছবিটি নামিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, গত ১ জুলাই কলেজে নবীণবরন ছিল। পরদিন ছাত্রলীগের ছেলেরা অধ্যক্ষের কক্ষে এসে অধ্যক্ষকে লাঞ্ছিত করেন ছবি না টানানোর কারণে।
×