ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি

বিচারের মুখোমুখি ইসরাইলের সাবেক মন্ত্রী

প্রকাশিত: ০৪:৪২, ৭ জুলাই ২০১৮

বিচারের মুখোমুখি  ইসরাইলের  সাবেক মন্ত্রী

শত্রুদেশ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের সাবেক একজন মন্ত্রীর বিচারকাজ শুরু হয়েছে। আদালতে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বৃহস্পতিবার এ বিচারকাজ শুরু হয়। গোনেন সেগেব ১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইল সরকারের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ইসরাইলের বিপক্ষে গুপ্তচরবৃত্তি এবং শত্রুর কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। এদিকে রুদ্ধদ্বার আদালতে শুনানিকালে সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি। খবর এএফপি’র। সেগেবের বিরুদ্ধে জ্বালানি বাজার, ইসরাইলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও অঞ্চল এবং রাজনৈতিক সংস্থা সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সমমনাদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ইরান সফর করেন বলেও অভিযোগ রয়েছে। চলতি বছরের মে মাসে তাকে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি ২০১২ সাল থেকে নাইজেরিয়ায় বাস করছিলেন।
×