ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুহায় আটকেপড়া থাই কিশোরদের অভয় দিলেন চিলির খনি শ্রমিক

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জুলাই ২০১৮

গুহায় আটকেপড়া থাই কিশোরদের অভয় দিলেন চিলির খনি শ্রমিক

থাইল্যান্ডে জলমগ্ন গুহায় আটকেপড়া কিশোরদের এক বার্তায় গত বুধবার সাহস যোগালেন ২০১০ সালে চিলির এক গুহায় টানা ৬৯ দিন আটক থাকা খনি শ্রমিক মারিও সেপুলেভাদা। ‘সুপার মারিও’ হিসেবে পরিচিত সেপুলেভাদা এক ভিডিও বার্তায় জানান, তার চিন্তা এখন এই কিশোর ও তাদের কোচকে নিয়ে। তিনি তাদের সহযোগিতা করতে থাইল্যান্ডে আসার প্রস্তুতি নিচ্ছেন। আট বছর আগে হওয়া চিলির ওই দুর্ঘটনার পর থাইল্যান্ডে একটি জলমগ্ন গুহা থেকে এই উদ্ধার অভিযানের প্রস্তুতি চলছে।-এএফপি। থাইল্যান্ডের একটি জলমগ্ন গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের ফুটবল কোচের শারীরিক অবস্থা ভাল আছে বলে নতুন একটি ভিডিওতে দেখা গেছে। থাইল্যান্ড নৌবাহিনীর নেভি সিল টিমের ওই ভিডিওটিতে হাস্যোজ্জ্বল ১৩ জনের সবাই নিজেদের নাম জানিয়ে থাই রীতি অনুসারে অভিবাদন জানিয়েছেন। গুহা অভ্যন্তরের সঙ্কীর্ণ পথ ও বাড়তে থাকা পানির সঙ্গে সংগ্রাম করে ভেতরে ঢুকে সোমবার গভীর রাতে ডুবুরিরা গুহাটির প্রবেশমুখ থেকে চার কিলোমিটার ভেতরের উঁচু এক পাথরখ-ের ওপর ওই কিশোর দল ও কোচের সন্ধান পান। তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, গুহার বাইরে বের করে আনতে হয় ওই ১৩ জনকে যন্ত্রপাতিসহ ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দিতে হবে অথবা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেশটিতে বর্ষা ঋতু মাত্র শুরু হওয়ায় কবে পানি কমবে তা নিয়ে নিয়ে উদ্বেগ আছে। এই ঋতু যত অগ্রসর হবে থাম লুয়াং গুহায় পানির স্তরও তত বাড়বে বলে মনে করা হচ্ছে। থাই নেভি সিলের ফেসবুক পাতায় দেয়া নতুন ভিডিওতে গুহা অভ্যন্তরে থাকা কিশোর দলের সদস্যদের শরীর উষ্ণ রাখতে তাদের কম্বলের ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে দেখা গেছে। এর আগে ২০১০ সালে দু’মাসেরও বেশি সময় মাটির সাত শ’ মিটার গভীরে আটকে থাকা ৩৩ খনি শ্রমিককে সাফল্যের সঙ্গে উদ্ধার করে চিলি। সে সময় আটকে পড়া খনি শ্রমিকদের একে একে ক্যাপসুল লিফটে করে উদ্ধার করা হয়। সফল উদ্ধার অভিযানের জন্য তখন চিলির সরকারকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা। টানা ৬৯ দিনের এই রুদ্ধশ্বাস নাটকের অবসান ঘটে ওই বছরের ১৩ অক্টোবর। মাটির সাত শ’ মিটার নীচ থেকে সবশেষে বেরিয়ে আসলেন উদ্ধার কর্মীদের দলনেতা ম্যানুয়েল গোনযালেয। তিনি ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধারের জন্য সবার আগে ক্যাপসুল লিফটে নেমেছিলেন খনির সুড়ঙ্গে।
×