ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট কোরেয়াকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশিত: ০৬:৩৯, ৫ জুলাই ২০১৮

 ইকুয়েডরের সাবেক  প্রেসিডেন্ট কোরেয়াকে  গ্রেফতারের নির্দেশ

ইকুয়েডরের একটি আদালত মঙ্গলবার ২০১২ সালে বিরোধী পক্ষের একজনকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। কোরেয়াকে বর্তমানে তার স্ত্রীর জন্মভূমি বেলজিয়ামে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি বরাবরই তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। -বিবিসি ও এএফপি আদালতের বিচারক ডেনিয়েল কামাচো জানান, তিনি ইতোমধ্যে ইন্টারপোলকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছেন। সাবেক পার্লামেন্ট সদস্য ফার্নান্দো বেলডাকে কলোম্বিয়ার বোগোটো থেকে অপহরণ করা হয়েছিল। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ইকুয়েডরের প্রেসিডেন্ট পদে থাকা কোরেয়া ওই অপহরণের নেতৃত্বে ছিলেন। এ সময়, ২০১০ সালে কোরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ক্যু করার সঙ্গে যুক্ত থাকার দয়ে বেলেডাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং পরে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে এক বছরের জন্য কারাদন্ড প্রদন করে সরকার।
×