ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সেনার গুলিতে শিশুসহ দুই ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৫:০৭, ১ জুলাই ২০১৮

ইসরাইলী সেনার গুলিতে শিশুসহ দুই ফিলিস্তিনী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনী বিক্ষোভকারী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরাইলী সেনারা গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী খান ইউনুস শহরের কাছে শুক্রবার ১৩ বছর বয়সী ফিলিস্তিনী বালক মুসাব আইমানের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ওয়েবসাইট। একইদিন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে ইসরাইলী সেনাদের গুলিতে ২৪ বছর বয়সী ফিলিস্তিনী যুবক মুহাম্মাদ ফাউজি মুহাম্মাদকে গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি শাহাদাতবরণ করেন। শুক্রবার ইসরাইল বিরোধী বিক্ষোভে ইসরাইলী সেনাদের হামলায় আরও অন্তত ৩১০ ফিলিস্তিনী আহত হয়েছে। গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার সঙ্গে ইসরাইলের সীমান্ত বেড়ার কাছে ফিলিস্তিনী বিক্ষোভকারীদের ওপর ইসরাইলী সেনাদের হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ১৩৫ ফিলিস্তিনী নিহত এবং প্রায় ১৫ হাজার ফিলিস্তিনী আহত হয়েছে। ইইউর সভাপতির দায়িত্ব নিচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার ডানপন্থী সরকার রবিবার ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে শরণার্থী নিয়ে যে মতভেদ আছে বৈঠকগুলোতে সেটাই হবে প্রধান আলোচ্য বিষয়। এই নিয়ে অস্ট্রিয়া তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। ভিয়েনা তার মেয়াদকালে ‘সুরক্ষিত ইউরোপ’ এই নীতির ভিত্তিতেই কাজ করবে। খবর বার্তা সংস্থা এএফপির। সভাপতি হওয়ায় অস্ট্রিয়া চলমান শরণার্থী স্রোত ঠেকানো, দেশটির সীমান্ত ব্যবস্থাপনা ও ব্রেক্সিটের মতো এজেন্ডাগুলো নির্ধারণ করতে পারবে। শরণার্থী ইস্যুর পাশাপাশি চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়রৎস সরকারকে ইইউর বাজেট নিয়ে আলোচনা ও নির্ধারণ এবং পশ্চিম বলকান দেশগুলোকে ইইউ জোটে অন্তর্ভুক্তির বিষয়টিও দেখতে হবে। এছাড়াও শরণার্থী নিয়েও কাজ করবে এবং এটা করবে অগ্রাধিকার ভিত্তিতে। ইস্যুটি চলতি সপ্তাহে শরণার্থী বিষয়ক ইইউর সম্মেলনের আগেই অস্ট্রিয়া প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেই অস্ট্রিয়া শরণার্থী ইস্যুকে সর্বাধিক অগ্রাধিকার দেবে।
×