ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেন বিষাক্ত সাপ ॥ মাদুরো

প্রকাশিত: ০৫:১৯, ২৯ জুন ২০১৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেন বিষাক্ত সাপ ॥ মাদুরো

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ‘বিষাক্ত সাপ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো তাকে জোর করে ক্ষমতা থেকে সরাতে ওয়াশিংটনের চেষ্টা ব্যর্থ করে দেবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। -এএফপি। ভেনিজুয়েলায় মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী মাদুরোর ওপর আঞ্চলিক চাপ বাড়াতে দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স একুয়েডরে পৌঁছান। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার চলতি বছরের নির্বাচনটিকে ‘প্রতারণাপূর্ণ’ অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গণতন্ত্র খর্ব ও মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে মাদুরো ও তার মন্ত্রিসভার সদস্যদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন। মাদুরো এর আগেও তাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটন চেষ্টা করেই যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত সর্বশেষ ভাষণেও ছিল একই সুর। ‘প্রত্যেকবার বিষাক্ত সাপ মাইক পেন্স তার মুখ খোলেন, আর আমি নিজেকে আরও শক্তিশালী অনুভব করি। আমরা তোমাদের পরাজিত করেছি, যাই হোক না কেন, আবারও তোমাদের পরাজিত করতেই যাচ্ছি,’ বলেন এ সমাজতান্ত্রিক নেতা। ওপেক জোটভুক্ত দেশসমূহের তেল ও খনিজ সম্পদ জব্দের আকাক্সক্ষাতেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায় বলেও ইঙ্গিত দেন মাদুরো।
×