ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:০০, ২৭ জুন ২০১৮

একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এদিকে আবেদন করে এবারও কলেজ পাননি অসংখ্য শিক্ষার্থী। তাদের মধ্যে বেশ কিছু জিপিএ-৫ ধারীও রয়েছে। তবে যে সকল শিক্ষার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি তাদের উদ্বেগের কোন কারণ নেই। ভর্তি বিষয়ে করণীয় ও পরবর্তী নির্দেশনা আগামী ৭ জুলাই www. xiclassadmission. com এবংww w. dhakaeducationboard. মড়া.নফ-এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় যথাক্রমে ১০ জুন ও ২১জুন। তৃতীয় পর্যায়ের ফল প্রকাশের পর মঙ্গলবারই শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হয়েছে। আগের মতোই আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানানো হয়েছে। এসএমএসে একটি গোপনীয় পিন নম্বরও দেয়া হয়েছে। এই পিন নম্বরটি ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে বিস্তারিত ফল পাওয়া যাচ্ছে। এছাড়া ও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডে ফল দেখতে পারছে। এদিকে এখনও ভর্তির জন্য কোন কলেজ পায়নি কয়েক হাজার শিক্ষার্থী। যাদের মধ্যে বেশ কিছু জিপিএ-৫ ধারী শিক্ষার্থীও রয়েছে। জানা গেছে, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সারাদেশে প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ফল অনুসারে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তির জন্য নিশ্চয়ন করেছেন। তৃতীয় পর্যায়ের পর কতজন শিক্ষার্থী নিশ্চায়ন করেছে তা আজ কালের মধ্যে জানা যাবে। প্রথম মেধা তালিকা প্রকাশের পর প্রায় ৬২ হাজার শিক্ষার্থীর কলেজ মনোনীত না হওয়ায় ভর্তি থেকে বঞ্চিত ছিল। দ্বিতীয় ধাপের ভর্তির মেধা তালিকায় নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও ৪৬ হাজার ৫৩১ জন পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি। মেধা তালিকায় তাদের নাম না আসায় তারা ভর্তি থেকে বঞ্চিত থেকেছেন। যাদের আবার তৃতীয় ধাপে আবেদনের সুযোগ ছিল। কিন্তু তৃতীয় ধাপেও সকল শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোঃ হারুন-আর-রশিদ বলছিলেন, সকলেরই ভাল কলেজে ভর্তির দিকে নজর থাকে। এ কারণে সেসব কলেজে আবেদন বেশি পড়ে। কিন্তু সেখানে সীমিত আসন থাকায় জিপিএ-৫ ধারী হলেও সকলকে ভর্তি সুযোগ দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকে ভর্তির জন্য কোন কলেজে মনোনীত হয়নি। তবে ভর্তি থেকে কেউ বঞ্চিত হবে না। সারাদেশে পর্যাপ্ত আসন রয়েছে। প্রতিবছর কিছু শিক্ষার্থী ঝরে পড়ে। কিছু বিয়ে হয়ে যায়, কিছু বিদেশ চলে যায়, কিছু পড়ালেখা ছেড়ে দেয়। এ কারণে আবেদন অনুযায়ী সকল শিক্ষার্থী ভর্তি হয় না। তবে একাদশে ভর্তিতে যেসব শিক্ষার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হতে পারেননি, তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, চিন্তার কোন কারণ নেই। সকলেই ভর্তির সুযোগ পাবে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, অনলাইনই শেষ নয়, সব শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবে। অনলাইনের বাইরেও শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ থাকবে। তবে সেটা শিক্ষার্থীদের পছন্দের কলেজগুলোতে নয়। যেসব কলেজে শিক্ষার্থীরা আবেদন করেনি, সেসব কলেজে সরাসরি ভর্তি নেয়া হবে। এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে। চলতি বছর বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা ১০০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোন আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে ভর্তি করানো হবে।
×