ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ইয়াসিন মালিক গ্রেফতার, ওমর গৃহবন্দী

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ জুন ২০১৮

কাশ্মীরে ইয়াসিন মালিক গ্রেফতার, ওমর গৃহবন্দী

কাশ্মীর উপত্যকায় একনাগাড়ে বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। সোমবার যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ওই বনধ পালিত হয়। সংগঠনটির পক্ষ থেকে কাশ্মির উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পুনরায় ‘অপারেশন অলআউট’ এবং ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। -খবর টাইমস অব ইন্ডিয়ার। বনধকে কেন্দ্র করে আজ সকালে জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে শ্রীনগরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দী করেছে। পুলিশের একটি দল আজ সকালে মীরওয়াইজ ওমর ফারুকের বাসভবনে পৌঁছে তাকে গৃহবন্দী করে। আজ বনধকে কেন্দ্র করে শ্রীনগরসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রীনগরের পাশাপাশি বিভিন্ন জেলা সদরের সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কাশ্মীড়রের ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। এছাড়া, বারামুল্লা ও বানিহালের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে, রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর-ই-তৈয়বার কমান্ডার শাকুর আহমদ দারের জানাজায় সোমবার কয়েক হাজার মানুষ অংশ নেন। নাইজিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৮৬ নাইজিরিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে গোষ্ঠীগত সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা পশুপালক ফুলানি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে। এর বদলা নিতে শনিবার পাল্টা হামলা হলে আরও বহু মানুষের মৃত্যু হয়। প্লাটো রাজ্যের পুলিশ কমিশনার উনদি আদি জানান, সহিংসতার পর গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ৮৬ জন নিহত ও ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছেন তারা। এই সংঘাতের মধ্যে অন্তত ৫০টি বাড়ি, ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। খবর বিবিসি ও ওয়েবসাইটের।
×