ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেস্তরাঁ থেকে বের করে দেয়া হলো হোয়াইট হাউস মুখপাত্র স্যান্ডার্সকে

প্রকাশিত: ০৫:৫০, ২৫ জুন ২০১৮

  রেস্তরাঁ থেকে বের করে দেয়া হলো হোয়াইট হাউস  মুখপাত্র স্যান্ডার্সকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করায় ভার্জিনিয়ার একটি রেস্তরাঁ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সকে বের করে দেয়া হয়েছে। কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করতে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে লেক্সিংটনের রেড হেন রেস্তরাঁ থেকে স্যান্ডার্সকে বের করে দেয়া হয়।- খবর বিবিসি। রেস্তরাঁকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে বেরিয়ে যেতে বলা হয় বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন রেস্তরাঁর অন্যতম স্বত্বাধিকারী স্টেফানি উইলকিনসন। ট্রাম্পের এ মুখপাত্র ‘একটি অমানবিক ও অনৈতিক প্রশাসনের পক্ষে কাজ করেন’ বলে বিশ্বাস তার।
×