ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধ বন্ধের আহ্বান

প্রকাশিত: ০৭:২৭, ২৪ জুন ২০১৮

যুদ্ধ বন্ধের আহ্বান

জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিও গুতেরেস রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জর্দান সমর্থিত অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য শুক্রবার সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিদ্রোহী দখলকৃত এলাকাকে পুনরায় নিয়ন্ত্রণে নিতে চাইছে। গুতেসের জানান, সিরীয় বাহিনীর সাম্পতিক আগ্রাসনের ঘটনায় তিনি সেখানকার বেসামরিক লোকদের জন্য ‘গভীরভাবে উদ্বিগ্ন’ –এএফপি তদন্তকারী থেকে গবর্নর ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহার (ওয়ান এমবিডি) আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তকারী দলের সদস্য নূর শাসসিয়াহ মোহামেদ ইউনূসকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকার। শুক্রবার তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সরকারের মুখপাত্র বলেন, নূর শামসিয়াহ এক সময় কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ছিলেন। মেয়াদ শেষে ২০১৬ সালে তিনি অবসরে যান। দুই বছর পর তিনি গবর্নর হিসেবে ফিরে এলেন –ব্লুমবার্গ
×