ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুবকের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৭:১০, ২৪ জুন ২০১৮

যুবকের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটের মণিজেলা গ্রামে শুক্রবার রাতে সুকান্ত বৈরাগী (২৬) নামে এক যুবকের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। তাকে গুরুতর অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বিচার দাবিতে শনিবার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক জনকে আটক করেছে। শনিবার দুপুরে ওই এলাকার প্রায় অর্ধশত নারী-পুরুষ উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের বাড়িতে উপস্থিত হয়ে বিচার দাবিতে বিক্ষোভ করেন। এসময় ইউপি সদস্যা সুচন্দ্রা মধু, মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ বিশ্বাস, স্বাস্থ্যকর্মী শিউলী মজুমদার, প্রতিবেশী শেফালী বেগম, ভিকটিমের বৌদি মেরি বৈরাগী, অঞ্জলী মজুমদার, বিচ্ছেদী (সুন্দরী) বৈরাগী ও দিপিকা মজুমদারসহ অনেকে বলেন, মান্নান তার স্ত্রী বালি বেগম ও মেয়ে-জামাইদের নিয়ে সম্প্রতি ওই গ্রামে গিয়ে আকি মোল্লার জমিতে বসবাস শুরু করে। শুরু থেকেই ওই এলাকার ঘেরের মাছ ও ক্ষেতের ফসলসহ বিভিন্ন ধরনের অত্যাচার করতে থাকে তারা। এছাড়া বালি বেগম এবং তার মেয়ে দিয়ে বিভিন্ন লোকদের নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি করে। প্রায় দুই বছর পূর্বে মান্নান ও বালি তার এক মেয়ে দিয়ে ভিকটিম যুবকের নামে মামলা করে এক লাখ টাকা জরিমানা নেয়। এরপরও ওই যুবকের একমাত্র বসতভিটা লিখে নেয়ার ষড়যন্ত্র করে। এসব অত্যাচারের প্রতিবাদ করায় সুকান্ত বৈরাগীকে নির্মম অত্যাচার করে পা ভেঙ্গে দিয়েছে। রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল করিম, আনোয়ারা বেগম, হিরা পান্না, সাহাদ। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল করিমের সঙ্গে তার ভাতিজা শহিদুল্লাহর বাড়ির সীমানার রাস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আব্দুল করিমের সঙ্গে তার ভাতিজা শহিদুল্লাহর রাস্তা নিয়ে বাগ্বিত-া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।
×