ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপারকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫৮, ২৩ জুন ২০১৮

সুপারকে লাঞ্ছিতের  ঘটনায় প্রধান আসামি  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদ্রাসা সুপারের মাথায় মল ঢেলে লাঞ্ছিতের ঘটনার মূলহোতা ও মামলার প্রধান আসামি জাহাঙ্গীর খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে জাহাঙ্গীর খন্দকারকে গ্রেফতারের পর শুক্রবার বিকেলে তাকে জেলার বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর খন্দকার বাকেরগঞ্জের লোচনাবাদ গ্রামের মৃত ইসতেহার খন্দকারের পুত্র। সূত্রমতে, ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব ও মাদ্রাসার সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে গত ১১ মে সকালে বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা আবু হানিফার মাথায় মল ঢেলে লাঞ্ছিত করে জাহাঙ্গীর খন্দকার ও তার সহযোগীরা। এ ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। এ ঘটনায় মাওলানা আবু হানিফা বাদী হয়ে জাহাঙ্গীর খন্দকারকে প্রধান করে আটজনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর গ্রেফতার এড়াতে জাহাঙ্গীর খন্দকার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হক অভিযান চালিয়ে পাবনার বেড়া থানা এলাকা থেকে জাহাঙ্গীর খন্দকারকে গ্রেফতার করেন।
×