ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:৩০, ১৯ জুন ২০১৮

  কাশ্মীরে প্রবীণ সাংবাদিককে  গুলি করে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতাপূর্ণ প্রধান নগরী শ্রীনগরে বৃহস্পতিবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় প্রবীণ সাংবাদিক সুজাত বুখারি ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র একথা জানিয়েছে। খবর এএফপির। খবরে বলা হয়, ইংরেজি দৈনিক রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারি তার দফতরের বাইরে রাখা গাড়িতে ওঠা মাত্র ঘাতকরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘তিনি (বুখারি) নিহত হয়েছেন। ওই হামলায় তার দুই পুলিশ দেহরক্ষীর একজন প্রাণ হারিয়েছেন।’ হামলায় অপর পুলিশ রক্ষী ও গাড়িচালক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুখারি হামলার শিকার হয়েছেন- এমন খবর পাওয়ার পরপরই তার সহকর্মীরা ঘটনাস্থলে যান এবং তাকে গাড়ির পেছনের আসনে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। নিরাপত্তাজনিত কারণে বুখারি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকতেন। এদিকে সন্দেহভাজন তিন বন্দুকধারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শুক্রবার সকালে প্রবল বর্ষণের মধ্যেই শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়েছে বুখারির।
×