ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিনটি চাকাই অচল

প্রকাশিত: ০৪:১২, ৮ জুন ২০১৮

তিনটি চাকাই অচল

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম সম্প্রতি মহারাষ্ট্রে কংগ্রেসের এক অনুষ্ঠানে বলেছেন, ‘বেসরকারী বিনিয়োগ, বেসরকারী খাতে খরচ, রফতানি এবং সরকারী ব্যয় চারটি বিষয় অর্থনীতিকে এগিয়ে নেয়ার চার প্রধান ইঞ্জিন। এগুলো যেন একটি গাড়ির চারটি চাকা। এদের মধ্যে একটা বা দুটো টায়ার পাংচার হয়ে গেলেই গতি শ্লথ হয়ে পড়ে। আমাদের অর্থনীতির ক্ষেত্রে তিনটি টায়ারই পাংচার হয়ে গেছে’ –এনডিটিভি গোপন তথ্য দেয়নি ফেসবুক ৬০টি টেলিফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দিয়েছে ফেসবুক, সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এ রকম একটি খবরটি সঠিক নয় বলে কোম্পানিটি দাবি করেছে। ফেসবুক এক বিবৃতিতে বলেছে ‘কোন কোম্পানির সঙ্গে আমরা তথ্য আদানপ্রদান বিষয়ক চুক্তি করিনি’। চুক্তি না হলেও প্রাইভেসি গ্রুপগুলো মনে করে গুগল, এ্যাপল, মাইক্রোসফট, ব্ল্যাকবেরি ও স্যামসাংয়ের সঙ্গে ফেসবুক বিভিন্ন সময় তথ্য শেয়ার করেছে -ফক্সনিউজ
×