ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে কুর্দি সৈন্য প্রত্যাহার পরিকল্পনা ঘোষণা

প্রকাশিত: ০৪:০৯, ৮ জুন ২০১৮

সিরিয়া থেকে কুর্দি সৈন্য প্রত্যাহার পরিকল্পনা ঘোষণা

যুক্তরাষ্ট্র ও তুরস্ক সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানজিব থেকে কুর্দি সৈন্য প্রত্যাহার করার পরিকল্পনা করেছে। বিশ্বের অন্যতম বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে দেশ দু’টির মধ্যে চলামান দ্বন্দ্বের অবসানে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট কেভুসগলু মানজিবে নিরাপত্তা ও স্থিতি নিশ্চিত করতে সড়কের মানচিত্র সংশোধন করেছে। সোমবার ওয়াশিংটনে বৈঠকের পর দুই দেশের এই কর্মকর্তারা এ কথা জানান বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপির। এদিকে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বা তুরস্ক বিস্তারিত কিছু জানায়নি। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানজিব শহর থেকে কুর্দি সৈন্য প্রত্যাহার করা হবে। তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চুক্তিটির মাধ্যমে যথেষ্ট লাভবান হলেন বলে মনে করা হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা জানান, মানজিব থেকে পিপলস প্রটেকশন ইউনিট বা কুর্দি সেনাবাহিনীসহ কুর্দি কমান্ডার ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সরিয়ে নেয়া এবং সেখানের নেতৃত্বে স্থানীয় নেতাদের দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এদিকে মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে দু’দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, মানজিব থেকে কুর্দি সৈন্য প্রত্যাহার করা হবে।
×