ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুল্ক নিয়ে ট্রাম্প ও ট্রুডোর ফোনালাপ

‘আপনারা কি হোয়াইট হাউস পুড়িয়ে দেননি’

প্রকাশিত: ০৪:০৮, ৮ জুন ২০১৮

‘আপনারা কি হোয়াইট হাউস পুড়িয়ে দেননি’

কানাডা থেকে স্টিল ও এ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের বিষয়ে ২৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে খোশ আলাপ হয়েছে। আলাপের এক পর্যায়ে ট্রাম্প অনবধানবশত ইতিহাসের একটি ভুল ব্যাখ্যা করেন। বিশ্বস্ত একটি সূত্র এ কথা জানিয়েছেন। সোমবার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান বব কোর্কারকে যুক্তরাষ্ট্রের নতুন করে আমদানি শুল্ক আরোপে কানাডার উদ্বেগের বিষয়টি জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। -সিএনএন। টেলিফোনে ট্রুডো ট্রাম্পকে জানান, তিনি কীভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে শুল্ক আরোপের বিষয়টি এক করে দেখছেন। প্রতিউত্তরে ট্রাম্প ট্রুডোকে বলেন, ‘আপনারা কানাডিয়ানরা কি হোয়াইট হাউস পুড়িয়ে দেননি?’ এরপর ট্রাম্প ১৮১২ সালের যুদ্ধের ঘটনা উল্লেখ করেন। এ সময় ট্রুডো কিছুটা থতোমতো খেয়ে যান। কারণ, ১৮১২ সালের একটি যুদ্ধে কানাডিয়ানরা নয়, ব্রিটিশ সৈন্যরা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আগুনে পুড়িয়ে দেয়। ইতিহাস থেকে জানা যায়, বর্তমানে কানাডার অংশ ও এক সময়ের ব্রিটিশ কোলনি কাডানার পূর্ব-মধ্যাঞ্চলীয় রাজ্য অন্তোরিও’র ইয়র্ক শহরে মার্কিনীদের হামলার জবাবে ব্রিটিশরা ওয়াশিংটনে ওই পাল্টা-হামলা চালায়। তখন হোয়াইট হাউসকে পুড়িয়ে দেয়া হয়। ট্রুডোর সঙ্গে ওই ফোনালাপে ট্রাম্প বাণিজ্য করছেন বলে জানান। এ দিকে বিষয়টি নিয়ে একটি সূত্র জানান, ট্রাম্পের এ মন্তব্যকে যদি কেবল মজা হিসেবে ধরা হয়, ‘তাহলে বলব, ওই পদে থেকে তিনি এভাবে মজা করতে পারেন না। কানাডা ও মার্কিন শ্রমিকদের সঙ্গে সরাসরি যুক্ত এমন বিষয়টিকে তিনি হাস্যকর করতে পারেন না।’ এ দিকে ট্রাম্পের এমন বক্তেব্যের বিষয়ে হোয়াইট হাউস ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ থেকেও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি। জাতীয় অর্থনীতি পরিষদের পরিচালক লেরি কুডলোর কাছে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি বিশ্বাস করেন, দু দেশের মধ্যে এখনও ‘খুব ভাল’ সম্পর্ক রয়েছে। কুডলোর বলেন, ‘স্বল্প মেয়াদে দু দেশের মধ্যে কিছু মতনৈক্য থাকলেও যুক্তরাষ্ট্র ও কানাডা বর্তমানের মতো ভাল বন্ধু ও জোট হিসেবেই থাকবে বলেও আমি বিশ্বাস করি।’ ১৮১৪’র ২৪ আগস্টে ওয়াশিংটন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার সময় ফার্স্ট লেডি ডোলে মেডিসন হোয়াইট হাউস থেকে পালানোর পূর্বে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একটি প্রোট্রিড ছবি নিয়ে সেখান থেকে বের হন। এ দিকে যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক আরোপ নিয়ে জাতীয় নিরাপত্তার নিন্দা জানিয়েছেন ট্রুডো। সংবাদ সম্মেলনে এনবিসিকে ট্রুডো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন ধারণা আমাদের জন্য পুরোপুরি অপমানজনক ও অগ্রহণযোগ্য।’ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড সিএনএন অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেন। তিনি বলেন, ‘আমি কানাডার সকল মার্কিন বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আপনারা কী সত্যিই মনে করেন, ন্যাটোর জোটভুক্ত কানাডা আপনাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি?’
×