ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় হকি দলের সহকারী কোচ শুভ

প্রকাশিত: ০৭:২৯, ৫ জুন ২০১৮

জাতীয় হকি দলের সহকারী কোচ শুভ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার ডিভিশন হকি লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সুপার ফাইভে নিয়ে যাওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষেও তুলেছেন। এবার নতুন চ্যালেঞ্জ মওদুদুর রহমান শুভর সামনে। মোহামেডানের এই হেড কোচ এবার কাজ করবেন বাংলাদেশ জাতীয় হকি দলে। তবে সহকারী কোচ হিসেবে। হেড কোচের পদটি আগেই নির্ধারিত হয়ে গেছে মালয়েশিয়ান গোপিনাথ কৃষ্ণানের জন্য। ক্লাবের সাফল্য এবার জাতীয় দল পর্যন্ত নিয়ে যেতে চান শুভ। তবে কাজটা চ্যালেঞ্জিং হবে বলছেন তিনি। ১৯৯২ সালে বিকেএসপিতে হকি খেলোয়াড় হিসেবে ভর্তি হন শুভ। সেই হিসেবে হকির সঙ্গে সম্পৃক্ত আছেন প্রায় ২৬ বছর ধরে। ১৯৯৬ সালে পেশাদার খেলোয়াড় হিসেবে এ্যাজাক্স দিয়ে শুরু। এরপর মোহামেডান, আবাহনী ঘুরে খেলেছেন ঊষায়। ১৯৯৮-২০০৬ পর্যন্ত খেলেছেন জাতীয় দলের হয়ে। প্রায় হারিয়ে যেতে বসা মোহামেডানকে চলতি লীগে প্রাণ দিয়েছেন শুভ। লীগের প্রথম পর্বে তার দল ১১ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তার দল। দলের দশম ম্যাচের পরই সুখবরটি পান তিনি। জাতীয় দলের কোচিং স্টাফে তাকে যুক্ত করার প্রস্তাব দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। সহকারী কোচের দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ এই কোচ। কোচ হিসেবে ২০১৬ সালে বিকেএসপি দল দিয়ে শুরু। এরপর মোহামেডানের কোচ হওয়ার আমন্ত্রণ পেয়ে দ্বিতীয়বার ভাবেননি। কাগজে-কলমে মেরিনার ইয়াংস কিংবা আবাহনীর চেয়ে অনেকটাই পিছিয়েছিল মোহামেডান। সেই দল নিয়ে প্রথম পর্বের ১১ ম্যাচ খেলে একমাত্র অপরাজিত আছে মোহামেডান। এই সাফল্যের জন্য অবশ্য খেলোয়াড়দের কৃতিত্বই বেশি দিচ্ছেন শুভ। জাতীয় দলের কোচ গোপিনাথের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।
×