ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সব রেকর্ড ছাড়িয়েছে রডের দাম

প্রকাশিত: ০৬:৪৭, ৫ জুন ২০১৮

সব রেকর্ড ছাড়িয়েছে রডের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে সব রেকর্ড ছাড়িয়েছে রডের দাম। টন প্রতি কম বেশি ৫০ হাজার টাকায় বিক্রি হওয়া রড ছাড়িয়ে যায় ৭০ হাজার টাকা। উৎপাদকরা এজন্য কাঁচামালের আন্তর্জাতিক দামের উর্ধগতির পাশাপাশি দায়ী করছেন শুল্ক কাঠামোকেও। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও শুল্কহার সহনীয় থাকলে উৎপাদন ব্যয় অনেক সময় সমন্বয় করা সম্ভব। এজন্য আসছে বাজেটে রড তৈরির কাঁচামালের শুল্ক কমানোর তাগিদ এ খাতের উদ্যাক্তাদের। ভিড় বাড়ছে খুলনার মার্কেটগুলোতে অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে খুলনার মার্কেটগুলোতে। সাধ আর সাধ্যের মধ্যে নতুন ডিজাইনের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। পুরুষদের তুলনায় নারীদের পদচারণায় মুখোর শপিংমলগুলো। খুলনার মার্কেটগুলোতে এবারের ঈদে তরুণীদের চাহিদার কথা মাথায় রেখে বাহারি নামের থ্রিপিস এনেছেন বিক্রেতারা। তরুণীদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে লং গাউন, সারারা, ল্যাহেঙ্গা, পদ্মাবতী, গোটা পাত্তি ও ফুল পাত্তি নামের থ্রিপস। এছাড়া ভারতীয় টিভি সিরিয়ালের বিভিন্ন নামের জর্জেট ও সুতি থ্রিপিস কিনছেন মেয়েরা। যা বিক্রি হচ্ছে আড়াই থেকে ১৫ হাজার টাকায়। দেশীয় জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি এবার বেশি বিক্রি হচ্ছে কাঞ্জিবরণ, কাঞ্জিলাল, আদি মোহিনী, ইক্কাত নামের শাড়ি। এসব শাড়ির দাম দুই থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। শিশু এবং তরুণদের জন্যও এবারের ঈদে এসেছে নতুন ডিজাইনের প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি। গেল বছর ঈদ বাজারে মূল্য ছাড়ের নানা অফার এবং র‌্যাফেল ড্র থাকলেও এবার তা চোখে পড়েনি।
×