ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রামপালে সরকারী খাল ও রাস্তা দখল মুক্ত করার দাবি

প্রকাশিত: ০৭:০১, ৩ জুন ২০১৮

রামপালে সরকারী খাল ও রাস্তা দখল মুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে সরকারী খাল ও রাস্তা অবৈধ দখল মুক্ত করার আবেদন জানিয়ে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে রামপাল প্রেসক্লাবে আহূত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উজলকুড় ইউপি সদস্য গিয়াস উদ্দিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার কামাল মোল্লা, ইসমাইল শেখ, আঃ ওহাব শেখ, আঃ হাই শেখ, আব্দুল্লাহ শেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে একই ইউয়িনের চাঁদপুর গ্রামের জব্বার ফকির, আসাদ শেখ, আহাদ শেখ, মান্নান শেখসহ কতিপয় ব্যক্তি মিলে সরকারী খাল ও রাস্তাসহ ৭ থেকে ৮ একর সরকারী খাস জমি অবৈধভাবে দখল করে আসছে। সরকারী খাল ও জনগণের চলাচলের রাস্তা দখল করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দীর্ঘ এক কিমি. খালটি চাঁদপুর দাকোপা খাল নামে পরিচিত যেটি তাঁতখালী খাল ও দাউদখালী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে পতিত হয়েছে এবং যেটি চ্যানেলের পানি প্রবাহে ব্যাপক প্রভাব ফেলে। এ খালটি জোরপূর্বক বন্ধ করে রাখায় ঐ এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছে। এ ছাড়া জব্বার ফকির সরকারী খাল থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে যা পরবর্তীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয়। সরকারী উক্ত দাগের খাল ও রাস্তা অচিরেই দখলমুক্ত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানান হয়। নড়াইলে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২ জুন ॥ লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্লার ছেলেকে শামীউল মোল্লা (১৩) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে সমবয়সীদের সঙ্গে খেলা করার সময় খড়ের পালা থেকে তাকে সাপে দংশন করে। নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথিমধ্যে শামীউল মারা যায়। এদিকে, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বিশ্বজিত দে’র ছেলে শান্ত (৩৫) শুক্রবার বিকেলে বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় সাপে দংশন করে।
×