ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্তব্ধ ফুটবলার, ভক্ত-সমর্থকরা, বনিবনা হচ্ছিল না রোনাল্ডো-বেলদের সঙ্গে

আচমকাই রিয়াল ছাড়ার ঘোষণা জিদানের

প্রকাশিত: ০৬:৩৭, ১ জুন ২০১৮

আচমকাই রিয়াল ছাড়ার ঘোষণা জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য ঘোষণাই বলতে হবে। কোন আলামতই ছিল না। অন্তর্দ্বন্দ্বের কথাও তেমন চাউর হয়নি। অথচ চ্যাম্পিয়ন্স লীগে টানা তিনটি শিরোপা জয়ী কোচ জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে আচমকা সংবাদ সম্মেলন করে রিয়ালকে বিদায় জানান ফরাসী এই কিংবদন্তি। বিদায় বেলায় ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, রিয়ালের এখন নতুন কোচের প্রয়োজন। জিদানের বিদায়ে রিয়ালের ফুটবলার অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন। বিশ্বাস করতে পারছেন না ভক্ত-সমর্থকরাও। অনেকেই কানাঘুষা করছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেলদের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই সান্টিয়াগো বার্নাবু ছাড়লেন জিদান। সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে জিদান বলেন, সবকিছুই পাল্টে গেছে। আর এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি রিয়াল মাদ্রিদকে ভালবাসি। আমি মনে করি এই দলের জয়ের ধারা ধরে রাখা প্রয়োজন। কিন্তু এখানে পরিবর্তনের দরকার আছে। নতুন কোচ, অন্য কর্মপদ্ধতির প্রয়োজন। এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফরাসী গ্রেট বলেন, দায়িত্ব পালনকালে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। সবাই আমাকে সহযোগিতা করেছে। এজ ন্য আমি কৃতজ্ঞ। আশা করছি এখানে যে দায়িত্বে আসবে সেও ক্লাবে সাফল্যে ভাসাবে। সবার জন্য আমার শুভকামনা থাকলো। ৪৫ বছর বয়সী জিদান রিয়ালের দায়িত্ব নেয়ার মধ্য দিয়েই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৬ সালে রাফায়েল বেনিতেজের উত্তরসূরি হিসেবে যোগ দেয়ার পর রিয়ালকে দিয়েছেন স্বর্ণসাফল্য। বিশ্বরেকর্ড গড়ে গ্যালাক্টিকোদের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ও একটি লা লিগাসহ মোট নয়টি শিরোপা জিতিয়েছেন। শেষ হওয়া মৌসুমে লা লিগাসহ অন্যান্য আসরে সাফল্য না পেলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ঠিকই বাজিমাত করেন। জিদানের অধীনে ১০৪ জয়ের পাশাপাশি ২৯ ম্যাচ ড্র করে রিয়াল। গত ফেব্রুয়ারিতে অবশ্য বিদায় নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন জিদান। তখন বলেছিলেন আর কিছু দেয়ার না থাকলে সরে দাঁড়াবেন। অবশেষে সেটাই সত্যি হয়েছে। এরপরও সদ্যই লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতা রিয়ালের জন্য এটা অনেক বড় ধাক্কা। জিদানের বিদায়ের সঙ্গে সঙ্গে রিয়ালের পরর্বর্তী কোচ কে হতে পারে সেটা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। বাতাসে ভাসছে বর্তমান চেলসি কোচ এ্যান্টোনিও কন্টের নাম। কন্টের চেলসি ছাড়ার সম্ভাবনা আছে। তার জায়গায় আরেক ইতালিয়ান কোচ মরিজিও সারিকে আনতে চাচ্ছে চেলসি। এ কারণে কন্টের রিয়ালে আসার সমূহ সম্ভাবনা আছে। জিদানকে সর্বকালের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয় সবসময়। এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে সারাবিশ্বকে মাত করে রেখেছিলেন। আর টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জিতে কোচ হিসেবেও স্থায়ী জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকায়। রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে মাত্র আড়াই বছরেই জিদান ছাপিয়ে গেছেন স্যার এ্যালেক্স ফার্গুসন, পেপ গার্ডিওলা, জোশে মরিনহোর মতো কিংবদন্তি কোচদের। জিদান রিয়ালের জুনিয়র দলের হয়ে খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে কোচিং শুরু করেন ২০১৪ সালে। আর ২০১৬ সালের জানুয়ারিতেই তিনি মূল দলের প্রধান কোচ হয়ে যান। নিজের পুরনো খেলোয়াড়ী জীবনের দল রিয়ালকে ইউরোপ সেরার শিরোপা জিতিয়েছিলেন। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটান গত বছর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালকে শিরোপা এনে দিয়ে। এবার জিদান হ্যাটট্রিকের বিরল রেকর্ড গড়েছেন। রিয়ালকে ত্রয়োদশ শিরোপা জেতালেন যার মধ্যে আড়াই বছরের কোচিং ক্যারিয়ারে টানা তিনটি। স্যার ফার্গুসন তার দুই যুগেরও বেশি লম্বা কোচিং ক্যারিয়ারে এই অর্জনের দেখা পাননি। যেমনটা পাননি গার্ডিওলা, মরিনহো, আরিগো সাচ্চি কিংবা ভিসেন্তে দেল বস্কের মতো কিংবদন্তি কোচেরা। জিদান আরও একটি জায়গায় অনন্য। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে আর কোন কোচই টানা তিন শিরোপা জিততে পারেনি। জিদানই প্রথম। এমন স্বর্ণসাফল্য পাওয়া কোচই কিনা আচমকা গুডবাই জানালেন প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে।
×