ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্বল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

প্রকাশিত: ০৩:৫৭, ৩১ মে ২০১৮

স্বল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

দেশের দুটি মহানগরী ঢাকা ও চট্টগ্রাম, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, বাড়ে জনদুর্ভোগ। ঢাকা দেশের রাজধানী শহর, আর চট্টগ্রাম বাণিজ্যিক বন্দর। মুঘল আমল, ব্রিটিশ আমলেও এই দুটি শহর সবদিক দিয়েই অতি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল- এমনকি ব্রিটিশ আমলেও শহর দুটি তদানীন্তন ভারতবর্ষের পূর্বাঞ্চলের নয়নমণি ছিল। ৫২ বাজার ৫৩ গলি বলতে ঢাকা শহরকে বোঝাত। চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যে পূর্ব দিকের রেঙ্গুন ও সিঙ্গাপুরের চেয়ে কোনদিক দিয়েই কম ছিল না। সিঙ্গাপুর, রেঙ্গুন এখন অনেক উন্নত শহরে পরিণত হয়েছে, তবে আমরাও পিছিয়ে নেই। সেসব শহরগুলোতে জলাবদ্ধতা নেই কিন্তু সামান্য বৃষ্টি হলে আমাদের ঢাকা ও চট্টগ্রামে জন জীবনে দুর্ভোগ নেমে আসে। এই মহানগরীতে বসবাসকারী মানুষ অনেক দুর্ভোগের শিকার হয়, অথচ নির্বাচনের আগে যারা মেয়র পদে নির্বাচন করেন তারা জলাবদ্ধতা নিরসনে অনেক গালভরা বুলি শুনান। জনগণকে দিয়ে যান অনেক প্রতিশ্রুতি, কিন্তু বর্ষা এলেই দেখা যায় তাদের দেয়া অঙ্গীকার পূরণ করা হয়নি, তাই নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার সময় সবচেয়ে বেশি অসুবিধা হয় শিশু, বৃদ্ধ, বৃদ্ধা ও মহিলাদের। টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের রাস্তাঘাটে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কী কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় তা বিশ্লেষণ করে প্রতিকার বা প্রতিবিধানের ব্যবস্থা নেয়া উচিত। তবে জলাবদ্ধতার মূল কারণ এই দুই মহানগরীর খাল ও ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়া, ঘন ঘন রাস্তাঘাট সংস্কারের নামে পানি নিষ্কাশন ব্যাহত করা। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন সংস্থা রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি আর সরকারের এক সংস্থার সঙ্গে অন্য সংস্থার সমন্বয়হীনতাও পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটায়। ঢাকা মহানগরীতে ব্রিটিশ আমল থেকে যেসব খাল ছিল সেগুলোর অধিকাংশই এখন ভরাট হয়ে গেছে, একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই খালগুলো সবই সরকারী খাল, তাই আশপাশের লোকজন বে-আইনীভাবে খালগুলো ভরাট করে। নিজেদের দখলে গিয়ে সেখানে বসতঘর ও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বার বার উদ্যোগ নিয়েও খালগুলোর দখল নেয়া সম্ভব হয়নি আর সেগুলোর সংস্কার ও করা হয়নি, ফলে সামান্য বৃষ্টিপাত হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রাম মহানগরীতে ‘চাকতাই’ খাল পুনরুদ্ধারের চেষ্টা চলছে- এই কাজে কর্তৃপক্ষ অনেকটা সফলও হয়েছেন। আশা করা যাচ্ছে অচিরেই চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা দূর হবে। ঢাকায় জলাবদ্ধতা দূর করতে হলে সমন্বিত কর্মসূচী গ্রহণ করতে হবে। যেসব খাল বেদখল হয়েছে সর্বপ্রথম সেগুলো পুনরুদ্ধার করতে হবে আর সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিত পরিকল্পনাসহকারে খাল ও নালাগুলোর সংস্থার কাজ সম্পন্ন করতে হবে। এই কাজ একা সরকারের পক্ষে করা সম্ভব নয় বরং স্থানীয় লোকজনকে খাল-নালা পুনরুদ্ধারে সম্পৃক্ত করতে হবে। জনগণের মাঝে দেশাত্মবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে না পারলে একা সরকারের পক্ষে এই মহতী কাজ সম্পন্ন করা সম্ভবপর নয়। কেবল কঠোর আইন করেই এসব সমস্যার সমাধান করা যাবে না, এর জন্য চাই জনসহযোগিতা ও জনসহমর্মিতা। কলাবাগান, ঢাকা থেকে
×