ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হ্যাকিংয়ের শিকার আফগান কূটনীতিকরা

প্রকাশিত: ০৩:৩০, ৩০ মে ২০১৮

পাকিস্তানে হ্যাকিংয়ের শিকার আফগান কূটনীতিকরা

পাকিস্তানে আফগান কূটনীতিকরা সরকার-সমর্থিত ডিজিটাল হ্যাকারদের হ্যাকিং এর শিকার হচ্ছে বলে সতর্ক করেছে গুগল। তাদের ই-মেল পাসওয়ার্ড চুরির চেষ্টা চলছে বলে সতর্ক করা হয়েছে। আফগান দূতাবাসের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, দূতাবাসের দুই কূটনীতিক এবং তাদের মেল একাউন্ট এ মাসে গুগলের কাছ থেকে সতর্কসংকেত পেয়েছে। -খবর ওয়েবসাইটের। এছাড়া, গুগলের সতর্ক সংকেত পাওয়ার পর আরেক আফগান কূটনীতিকের একাউন্ট হ্যাক হয়েছে এবং সেখান থেকে তার অজ্ঞাতসারে সন্দেহজনক সংযুক্তিসহ ই-মেলও পাঠানো হয়েছে। এসব ই-মেলে পশতুন প্রটেকশন মুভমেন্ট (পিটিএম) এর বিভিন্ন বিক্ষোভের ছবি আছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সরব কর্মীদের ফোন এবং কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করে দেয়ার চেষ্টা চলেছিল। এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী কোন মন্তব্য করেনি। তবে এরপরই আফগান দূতাবাসের কর্মকর্তারা গুগলের কাছ থেকে এলার্ট পাওয়ার কথা জানালেন।
×