ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে নির্বাচন ২৫ জুলাই, বিজয়ের আশা ইমরানের

প্রকাশিত: ০৪:৩০, ২৮ মে ২০১৮

 পাকিস্তানে নির্বাচন  ২৫ জুলাই, বিজয়ের  আশা ইমরানের

পাকিস্তানী ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ ইমরান খানের দল রবিবার দেশের দুর্নীতিবাজ শাসকদের উচ্ছেদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পরমাণু শক্তিসম্পন্ন দেশটির কর্তৃপক্ষ ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। খবর এএফপির। এ ভোট রাজনৈতিক উত্তেজনাকে চরমে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্র্নীতির অভিযোগে শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এবং সারাজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে এ উত্তেজনা তৈরি হচ্ছে। খান প্রধানমন্ত্রী হিসেবে এ দেশকে নেতৃত্ব দেয়ার স্বপ্ন পোষণ করে আসছেন অনেক বছর ধরে। তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রতি প্রধান চ্যালেঞ্জার। পিএমএল-এনয়ের নেতৃত্বে ছিলেন শরিফ নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগ পর্যন্ত। পিটিআই নেতারা বলেছেন, তারা আস্থাশীল যে পিএমএল-এনকে পরাজিত করতে সমর্থ হবেন। টুইটারে রবিবার পোস্ট করা দলের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানী জাতি এক নতুন পাকিস্তানের সূচনা দেখতে পাবে; এ নতুন পাকিস্তান দুর্নীতিবাজদের দিয়ে শাসিত হবে না। টুইটারে স্পষ্টভাষায় লেখা হয়, ‘মাফিয়ার খেলা শেষ’। অন্য একটি টুইটে বলা হয়, সম্ভব হলে আমাদের ঠেকাও। পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হুসেন শনিবার নির্বাচনের তারিখ ২৫ জুলাই অনুমোদনের পর এ প্রত্যয়ী ও ইতিবাচক মন্তব্য করা হয়।
×