ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের লড়াই

প্রকাশিত: ০৭:১২, ২৭ মে ২০১৮

শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকেই শুরু হচ্ছে ফরাসী ওপেন। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে সব তারকারাই প্রস্তুত। রোঁলা গ্যাঁরোয় পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ১০ বারের চ্যাম্পিয়ন স্পেনের এই টেনিস তারকার সামনে এবার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার হাতছানি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন জয়ের দৌড়ে রয়েছেন নোভাক জোকোভিচ-গ্রিগর দিমিত্রোভও। এছাড়াও জোয়ান মার্টিন ডেল পোত্রো, কেই নিশিকোরি, মারিন চিলিচ কিংবা তরুণ প্রতিভাবান খেলোয়াড় আলেক্সান্ডার জেরেভের গায়েও মাখানো ফেবারিটের তকমা। মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো। তবে এবার আলাদা করেই সবার চোখ থাকবে সেরেনা উইলিয়ামসের ওপর। সন্তান জন্মের পর এবারই যে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে নামছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। এছাড়াও শীর্ষ তারকা রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকি, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এমনকি রাশিয়ার মারিয়া শারাপোভারও চোখ শিরোপায়। তাদের ছাড়াও ফ্রেঞ্চ ওপেনের জয়ের দৌড়ে রয়েছেন স্পেনের গারবিন মুগুরুজা, ইউক্রেনের এলিনা সিতলিনা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা কিংবা ক্যারোলিনা পিসকোভার মতো তারকারা। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রোঁলা গ্যাঁরোয় অপ্রতিরোধ্য এই স্প্যানিয়ার্ড। ২০০৫ সালে প্রথমবারের মতো প্যারিসের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। তার সামনে এবার ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ। শুধু তাই নয়, ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন এক গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ১১টি শিরোপা জয়েরও হাতছানি তার সামনে। ফ্রেঞ্চ ওপেনে ৭৯ জয়ের বিপরীতে নাদাল হেরেছেন মাত্র দুটিতে। অতীতের এই পারফর্মেন্স নিঃসন্দেহে দারুণভাবে আত্মবিশ্বাস জোগাচ্ছে স্প্যানিশ টেনিস তারকাকে। তবে এই মৌসুমেও ক্লে কোর্টে দুর্বার নাদাল। ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামার আগে মন্টে কার্লো মাস্টার্স, বার্সিলোনা ওপেন এমনকি ইতালিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। এবারের আসরে খেলছেন না তার চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারও। সুইস কিংবদন্তি না থাকার কারণে মার্গারেট কোর্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টের ১১ শিরোপা জয়ের ইতিহাস গড়াটা আরও সহজ নাদালের। যদিওবা ফেড এক্সপ্রেসের থাকা না থাকা নিয়ে কোন ধরণের মাথা ব্যথা নেই ৩১ বছর বয়সী নাদালের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টুর্নামেন্টের জন্য ফেদেরারের না থাকাটা খুবই খারাপ খবর। কিন্তু আমার জন্য নয়। এবারও যদি আমি চ্যাম্পিয়ন হই তাহলেও সেই একই অনুভূতিই হবে আমার।’ ফেদেরার না থাকার কারণে ফ্রেঞ্চ ওপেনে নাদালের বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন নোভাক জোকোভিচ। যদিওবা ইনজুরি আর ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরেই টেনিস কোর্টে নিষ্প্রভ এই সার্বিয়ান তারকা। সুদীর্ঘ ক্যারিয়ারে ১২টি গ্র্যান্ডস্লাম জেতা জোকোভিচের সামনেও এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি। টেনিসের উন্মুক্তযুগের প্রথম আর সব মিলিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ডস্লামের সবকটিই দুইবার করে জেতার হাতছানি। এদিকে ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ অংশগ্রহণ করেছিলেন সেরেনা উইলিয়ামস। সে সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন এরপর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন এই আমেরিকান কিংবদন্তি। সন্তান জন্মের পর ফ্রেঞ্চ ওপেন দিয়েই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে সেরেনাও গড়বেন নতুন ইতিহাস। মাগারেট কোর্টের জেতা ২৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর সেরেনা উইলিয়ামসের সঙ্গে এবারই প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নিচ্ছেন রাশিয়ান টেনিসের গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা এবং বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা। বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোও শিরোপা ধরে রাখতে দারুণ আশাবাদী।
×