ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দীর্ঘ আট বছর পর চালু হচ্ছে যশোরের সুইমিংপুল

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ মে ২০১৮

দীর্ঘ আট বছর পর চালু হচ্ছে যশোরের সুইমিংপুল

সাজেদ রহমান, যশোর অফিস ॥ অবশেষে চালু হচ্ছে যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলটি। ৮ বছর ধরে বন্ধ থাকার পর আগামী জুলাই মাসে সাঁতারুদের জন্য খুলে দেয়া হচ্ছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা পুলটি। চার লাখ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় ২০১১ সালে বিদ্যুত বিভাগ পুলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই থেকে বন্ধ ছিল। পুলটির রক্ষণাবেক্ষণের অভাবে পানি তোলার পাম্পসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তবে দায়িত্ব পেয়ে পুলটি আবার চালু করার উদ্যোগ নিয়েছে যশোর পৌরসভা। যশোর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ২০০৫ সালে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে যশোরে আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণের কাজ শুরু হয়। চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুলটি ২০০৮ সালের মাঝামাঝিতে উদ্বোধন করা হয়। তারপর থেকে চার বছর ভালই চলছিল জেলার সাঁতারুদের প্রশিক্ষণ। সেই সময় কয়েকটি টুর্নামেন্টও আয়োজন করা হয়। ফলে সুইমিংপুল ঘিরে সাঁতারুদের আনাগোনা ছিল। কিন্তু ২০১১ সালের মাঝামাঝিতে চার লক্ষ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় সুইমিং পুলের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুত বিভাগ। সেই থেকে গত আট বছর রক্ষণাবেক্ষণের অভাব ও পানি ‘পিপাসায়’ ছিল সুইমিংপুলটি। ২০১৭ সালে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির পুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন পৌরসভাকে। দায়িত্ব পেয়ে সুইমিং পুলের সংস্কার কাজ প্রায় শেষ করে এনেছে পৌরসভা। আগামী জুলাই মাসে সাঁতারুদের জন্য পুলটি উন্মুক্ত করে দেয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, যশোর পৌরসভা দায়িত্ব পাওয়ার পরে পুলের পানি উত্তোলনের ডিপটিউবওয়েল সংস্কার শেষে পানি উত্তোলন করা হচ্ছে। গ্যালারির চারপাশের লোহার রেলিংয়ের মরিচা তুলে রং করা হয়েছে। পুলের ভিতরে মেঝে ও দেয়ালের নষ্ট টাইলস অপসারণ করে লাগানো হয়েছে নতুন টাইলস। এখন ড্রেসিং রুমের রংয়ের কাজ চলছে। যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘যশোর সুইমিংপুলের কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু ড্রেসিংরুমের রংয়ের কাজ চলছে। সুইমিংপুলটি আগামী জুলাই মাসে সাঁতারুদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’ যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশে মানসম্মত দশটি সুইমিংপুলের মধ্যে একটি রয়েছে যশোরে। কিন্তু আট বছর ধরে পুলটি বন্ধ ছিল। দীর্ঘদিন পর হলেও পুলটির মেরামত কাজ চলছে। যদি চালু হয় তবে এর থেকে আধুনিক সব সুযোগ-সুবিধা পাবে জেলার সাঁতারুরা। যশোর থেকে মাহফুজা খাতুন শিলার মতো আরও অনেক সাঁতারু তৈরি হবে বলে আমি আশা করি।’
×