ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাজিবের এপ্যার্টমেন্ট থেকে ৩ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার

প্রকাশিত: ০৪:২২, ২৬ মে ২০১৮

নাজিবের এপ্যার্টমেন্ট  থেকে ৩ কোটি ডলার সমমূল্যের নগদ  অর্থ উদ্ধার

মালয়েশীয় পুলিশ শুক্রবার জানিয়েছে, তারা সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানে গিয়ে তার বিলাসবহুল এপার্টমেন্ট থেকে ৩ কোটি মার্কিন ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছেন। বিপুল পরিমাণ এই অর্থ অন্তত ২শ’ ৮৪টি হাতব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ সময় দামী হাতঘড়ি ও প্রচুর স্বর্ণালঙ্কারও উদ্ধার করে তদন্ত টিম। গত সপ্তাহে দেশটির রাজধানী কুয়ালালামপুরে নাজিবের বাসায় ও অন্য কয়েকটি জায়গায় অভিযানে এই সব জব্দ করা হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নাজিবের জোট গত ৯ মে’র নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়। রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবি থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার ও দুর্নীতির অভিযোগে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশটির নতুন প্রধানমন্ত্রী। খবর এএফপি ও টাইমস লাইভের। ৯২ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার ঘোষণা করেন, তিনি সর্বোচ্চ ১-২ বছর এই পদে থাকবেন। এরপর তিনি আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্বভার অর্পণ করবেন। পুলিশের শিল্প অপরাধ বিভাগের প্রধান ওমর সিং বলেন, নাজিবের বিরুদ্ধে তদন্তে ২৬টি দেশের মুদ্রা পাওয়া গেছে।
×