ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লর্ডসে কুকের বিরল কীর্তি

প্রকাশিত: ০৭:০৮, ২৫ মে ২০১৮

লর্ডসে কুকের বিরল কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টের প্রথমদিনেই এক বিরল কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ওপেনার এ্যালিস্টার কুক। সফরকারী পাকিস্তানের বিপক্ষে একাদশ গঠনের পরই তিনি এই রেকর্ডের অধিকারী হন একাদশে স্থান করে নিয়ে। টানা ১৫৩ টেস্টে দলের হয়ে নামার এ বিরল কৃতিত্ব দেখান তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার এ্যালান বোর্ডারও টানা ১৫৩ টেস্ট খেলেছিলেন। কুকের এমন একটি ম্যাচে পাক বোলিং আক্রমণের বিপক্ষে লড়ছেন তিনি একাই। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া ইংল্যান্ড লড়ছে। তবে কুক ক্যারিয়ারের ৫৬তম অর্ধশতক হাঁকিয়ে ব্যাট করছেন। এটি কুকের ক্যারিয়ারে ১৫৪তম টেস্ট ম্যাচ। ৩৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার ২০০৬ সালে নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে পরের ম্যাচেই আর খেলা হয়নি। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সেটিই তার একমাত্র বাদ পড়া। কখনই নির্বাচকদের দৃষ্টিতে তিনি বাদ পড়া ক্রিকেটার ছিলেন না। অবশেষে এখন ১৫৪তম টেস্ট খেলছেন তিনি লর্ডসে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। কিন্তু দলীয় ১২ রানে মার্ক স্টোনম্যান (৪), ৩৩ রানে অধিনায়ক জো রুট (৪) ও ৪৩ রানে ডেভিড মালান (৬) রানে সাজঘরে ফেরেন। এরপর কুকের সঙ্গে চতুর্থ উইকেটে বেশ ভালই খেলছিলেন জিমি বেয়ারস্টো। তবে ৫৭ রানের জুটি গড়ার পর তাকেও (২৭) সাজঘরে ফেরান ফাহিম আশরাফ। দ্রুতই ৪ টপঅর্ডারকে হারিয়ে ফেললেও বিরল কীর্তির ম্যাচে কুক ঠিকই পাক বোলিং আক্রমণকে ঠেকিয়ে দিয়েছেন। দারুণ খেলে তুলে নিয়েছেন আরেকটি অর্ধশতক। ৬০ রানে অপরাজিত আছেন তিনি এখনও। পেসার হাসান আলী নিয়েছেন ২ উইকেট। ৪ উইকেটে ১২০ রান তুলেছে ইংল্যান্ড এ রিপোর্ট লেখা পর্যন্ত। কুকের সঙ্গে ব্যাট করছেন বেন স্টোকস ১৪ রান নিয়ে। এর আগে টানা ১৫৩ টেস্ট খেলে রেকর্ড ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট বোর্ডার। কুক-বোর্ডার দু’জনই বাঁহাতি ওপেনার এবং উভয়ের নামের পাশে আছে ১১ হাজার রান। দু’জনই এ্যাশেজ সাফল্যে নিজ নিজ দলকে নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে কাউন্টি চ্যাম্পিয়নশিপস জিতেছে এসেক্স। এখন টানা টেস্ট খেলার রেকর্ডেও পাশাপাশি দু’জনের মিল। সবমিলিয়ে ক্যারিয়ারে অদ্ভুত একটি মিল দুই প্রজন্মের দুই তারকার মধ্যে। বোর্ডার যখন তার টানা ১৫৩তম টেস্ট ম্যাচটি খেলতে নামেন তখন কুক ছিলেন ৫ বছরেরও কম বয়সী এক নাবালক। সেই কুকের রেকর্ড ছোঁয়া ম্যাচ দেখে ৬২ বছর বয়সী বোর্ডার বললেন, ‘টানা টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে আর কেউ এটা ছুঁয়ে ফেলবে কিংবা কাছাকাছি আসবে এটা বাস্তব মনে হচ্ছে না।
×