ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদকে সয়লাব গফরগাঁও ॥ মিসকলেই মিলছে বাবা

প্রকাশিত: ০৭:১৫, ২৩ মে ২০১৮

মাদকে সয়লাব গফরগাঁও ॥ মিসকলেই মিলছে বাবা

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও থেকে ॥ ময়মনসিংহের গফরগাঁও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়েছে। মোবাইলের মিস কলেই মিলছে বাবা (ইয়াবা)। মাদকের সহজ লভ্যতা যেন ছোট শিশুদের খেলনায় পরিণত হয়েছে। দৈনিক মজুরি হিসেবে শ্রমিক রেখে বহন করাচ্ছে মাদক। একটা সময় যারা মাদক বহন করে বিক্রি করে তারাও জড়িয়ে পড়ছে মাদকসহ চুরি, ছিনতাই এর মতো অপরাধে। পুলিশ মাঝে মধ্যে মাদক সেবী দুই একজনকে ধরলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে পুলিশের সহয়তায় গফরগাঁওয়ে মাদক কারবারিরা বেপরোয়া। এতে বাদ পড়ছে না স্কুল কজেল পড়ুয়া ছেলেমেয়েরাও। মাদক নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও কাজের কাজ কিছুই করছে না পুলিশ। পুলিশের কাছে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেও সুফল পাচ্ছে না এলাকাবাসী। সূত্র মতে উপজেলার প্রায় শতাধিক স্থানে মাদকের রমরমা কারবার চলছে। গফরগাঁওয়ে প্রতি পিস ইয়াবা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। আমদানি কম থাকলে এর মূল্য ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত উঠে। উপজেলার পৌর শহরের রেলওয়ে তেঁতুলতলা, কাচারি রোড, বিশ্বরোড মোড়, তেঁতুলিয়া বাজার, কুমার ভিটা, বদ্ধভূমি, কড়ইতলা, রাওনা ইউনিয়নের ছয়বাড়ীয়া, বাড়া মোড়, ৩নং ওয়ার্ডের টাওয়ার এলাকা, স্কুলের বাজার, বাইশা বটতলা, চরআলগী ইউনিয়নের মীরাপাড়া, বাস্তহারা, চাঁদনী হল মোড়, প-িতপাড়া, পাইথল ইউনিয়নের গয়েশপুর, মারুয়াপট্টি, টাঙ্গাব ইউনিয়নের পুলেরঘাট বাজার, ভারইল বাজার, পাঁচুয়া মোড়সহ শতাধিক স্থানে মাদক বিক্রি অভিযোগ থাকলেও পুলিশ প্রশাসনের ঘুম ভাঙ্গছে না। এ বিষয়ে সাবেক সালটিয়া ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক বলেন, মাদকের ভয়াবহতার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলার সাভায় পাগলা ও গফরগাঁও থানার ওসির উপস্থিতিতে রেজুলেশন হলেও আজ পর্যন্ত গত দুই মাসে এর কোন প্রতিকার হয়নি বরং আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে দিগুণ। আগে আসত মোটরসাইকেল দিয়ে বাবা এখন মাইক্রো দিয়ে আসে ইয়াবা বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ উর্ধতন কর্তৃপক্ষ অবহিত থাকলেও কোন অভিযান পরিচালিত হয়নি। জামতলা মোড় এলাকার কয়েকজন তরুণ ব্যবসায়ী জানান, মাদক দ্রব্য শুধু কারবারি নয় এসব চলছে এখন বিভিন্ন ওষুধের ফার্মেসিতে। গফরগাঁওয়ে বর্তমানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মধ্য বিত্ত-নিম্নমধ্য বিত্ত ও শ্রমজীবী মানুষ মাদক আসক্ত হয়ে পড়েছে। এতে পিছিয়ে নেই মেয়েরাও।
×