ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কলকাতা দাবায় জিয়া তৃতীয় স্থানে

প্রকাশিত: ০৭:১২, ২২ মে ২০১৮

কলকাতা দাবায় জিয়া তৃতীয় স্থানে

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠানরত কলকাতা আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৫ পয়েন্ট নিয়ে ১৪ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাড়ে চার পয়েন্ট, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান চার পয়েন্ট করে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ তিন পয়েন্ট করে, ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরণ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও আনিসুজ্জামান জুয়েল আড়াই পয়েন্ট করে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ও মোকাদ্দেসুর রহমান খান ২ পয়েন্ট করে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার মেরি আন গোমেজকে ও পরাগ ভারতের শ্রুতর্ষি রায়কে হারান। আমিন ভারতের গ্র্যান্ড মাস্টার বিষ্ণু প্রসন্নের সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ভারতের আন্তর্জাতিক মাস্টার সিআরজি কৃষ্ণার সঙ্গে, মাহফুজ ভারতের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধান্ত মহাপাত্রার সঙ্গে, মিনহাজ ভারতের ফিদে মাস্টার বিদার রুটুমবালার সঙ্গে, জুয়েল শ্রীলঙ্কার কাবিনডা আকিলার সঙ্গে ও মোকাদ্দেস ভারতের ওয়াইরাগাড়ে খুশের সঙ্গে ড্র করেন। নাসির ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিৎ গুপ্তার কাছে, ফাহাদ ভারতের আরিয়ান ভারসনির কাছে, স্মরণ ভারতের আন্তর্জাতিক মাস্টার ভাগেশ্রী থিপসের কাছে, সোহেল ভারতের রাজশী দত্তের কাছে, চঞ্চল ভারতের আনিস গান্ধীর কাছে, রানী হামিদ ভারতের সুন্দরিয়া কুমার প্রধানের কাছে ও তাহসিন ভারতের হার্সিতা গুদান্তির কাছে হেরে যান। আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা শনিবার শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আগামী শনিবার দুপুর ২টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের আগামী শুক্রবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতা ৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের দুই লাখ টাকা নগদ অর্থ এবং পঞ্চাশ হাজার টাকার ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।
×