ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:৩৭, ২০ মে ২০১৮

ক্যাম্পাস সংবাদ

জঙ্গী ও মাদক প্রতিরোধে সেমিনার শিক্ষাঙ্গনে জঙ্গী প্রতিরোধ ও মাদক প্রতিকারে করণীয় কি’Ñ শীর্ষক এক সেমিনার সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির মাদকবিরোধী কমিটির সভাপতি ও ইংরেজী বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন, জঙ্গীবিরোধী কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। বক্তরা শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেন এবং মাদকের ব্যাপারে তাদের সতর্ক থাকার উপদেশ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোঃ আবু তারেক। সেমিনারে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইইউতে কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইনস্টিটিউশাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে সম্প্রতি ইউনিভার্সিটির সকল ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-লীদের নিয়ে ‘আউটকাম বেজ্ড এডুকেশন এ্যান্ড কারিকুলাম ম্যাপিং ইমপ্লিমেনটেশন’ বিষয়ক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, হেড, কিউএইউ, ইউজিসি। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আরশাদ এম চৌধুরী, ডীন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ড. এবিএম রহমতউল্লাহ, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, এআইইউবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. কাদির পাটোয়ারী, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ এবং অধ্যাপক ড. মাইনুল ইসলাম, মেম্বার, কিউএসি এন্ড ট্রেজারার, ডিআইইউ। কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র ইউনিভার্সিটির উপাচার্য এবং কিউএসি কমিটির হেড অধ্যাপক ড. কে এম মোহসীন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত আরা হোসেন এবং রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। আইকিউএসির পরিচালক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান কারিকুলাম রিভিউ এ্যান্ড ম্যাপিং এর উপর প্রেজেন্টেশন এবং একটি ভিডিও সেশন পরিচালন করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা আউটকাম বেজ্ড এডুকেশনের উপর আলোকপাত করেন এবং কর্মশালাটি সঞ্চালনা করেন। ক্যাম্পাস প্রতিবেদক
×