ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬৯৮ শিক্ষার্থীকে টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ০৪:৪২, ১৬ মে ২০১৮

৬৯৮ শিক্ষার্থীকে টিফিন বক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ মে ॥ মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শোলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সৈয়দ শমসের আলী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৬৯৮ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দ হারুন-উর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহজাহান খান, মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার, কবিরাজপুর ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, রাজৈর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুমঙ্গল বালা, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর সবুর মিয়া প্রমুখ। ১২ ফুট লম্বা অজগর উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ মে ॥ পটিয়ায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে। জানা গেছে, পাহাড়ি ঢলে গহীন জঙ্গল থেকে নেমে আসা অজগর সাপটি উপজেলার হাইদগাঁও মাইজপাড়া এলাকার লোকজন আটকে রাখে। ওই খবর পেয়ে চট্টগ্রাম বন সংরক্ষক ড. জগলুল হোসেনের নির্দেশে পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামসহ সাপটি উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমাই বিট কর্মকর্তা তানভীর খলিল চৌধুরী, বন বিভাগের হেডম্যান মোঃ মহিউদ্দিন, ফরেস্ট ভিলেভার জবর মুল্লুক, মাহবুব।
×