ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী মানব না ॥ আব্বাস

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মে ২০১৮

যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী মানব না ॥ আব্বাস

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনী জনগণ আর তাদের সঙ্কট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলী সেনারা। এতে অন্তত ৫৮ ফিলিস্তিনী নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়। মাহমুদ আব্বাস বলেন, এই হত্যাযজ্ঞের ঘটনায় ‘ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায়’ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ভূমিকা কার্যত শেষ হয়ে গেছে।- খবর ওয়েবসাইট। গাজা সীমান্তে ফিলিস্তিনী বিক্ষোভকারীদের পাখির মতো গুলি করে মারছে ইসরাইলী সেনারা। তিনি সোমবারের গাজা গণহত্যার স্মরণে স্বশাসিত এলাকাগুলোতে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে বলেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস করে ফিলিস্তিনী ভূমি জবরদখল করে ইসরাইলী উপশহর নির্মাণকে বৈধতা দিল ওয়াশিংটন। মাহমুদ আব্বাস বলেন, সব ধরনের আন্তর্জাতিক চাপ ও অন্যায় আচরণ সত্ত্বেও ফিলিস্তিনীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। ইসরাইলী সৈন্যের কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শিশুর মৃত্যু ইসরাইল-গাজা সীমান্তে ফিলিস্তিনীদের বিক্ষোভ চলাকালে ইসরাইলী সৈন্যদের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক ফিলিস্তিনী শিশু মারা গেছে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলে বড় ধরনের বিক্ষোভ চলাকালে আট মাস বয়সী লাইলা আল-গান্দোউর কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। খবর এএফপি’র। এই ঘটনায় ৫৮ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই ইসরাইলী সৈন্যদের চালানো নির্বিচারে গুলিতে প্রাণ হারায়। ৩০ মার্চ থেকে অন্তত পাঁচটি স্থানে বিক্ষোভ হয়েছে। উচ্ছেদকৃত ফিলিস্তিনী পরিবারগুলো ইসরাইলের দখলকৃত তাদের নিজ ভূমিতে ফিরে যাবার দাবিতে এ বিক্ষোভ করে। অধিকাংশ বিক্ষোভই সীমান্ত এলাকায় হয়েছে। পাক সৈন্যদের সঙ্গে সংঘর্ষে বিএসএফ জওয়ান নিহত কাশ্মীর সীমান্তে পাকিস্তানী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। ভারতের গ্রীষ্মকালীন রাজধানী জম্মু নগরী থেকে প্রায় ৫৩ কিলোমিটার দক্ষিণে সাম্বা সেক্টরে আইবির মাঙ্গু চাক সীমান্ত চৌকির কাছে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। -খবর এএফপির। এক পুলিশ কর্মকর্তা বলেন, পাকিস্তানী সৈন্যরা সোমবার রাত দেড়টার দিকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে বিএসএফ চৌকি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক বিএসএফের এক সদস্য আহত হয়। আহত সৈন্যকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়। ভারতীয় সৈন্যরাও পাল্টা হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
×