ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আগামী মাসের শুরুতে যোগ দেবেন ব্রিটিশ কোচ

শনিবার নতুন কোচের নাম প্রকাশ করবে বাফুফে

প্রকাশিত: ০৬:৪৭, ১৫ মে ২০১৮

শনিবার নতুন কোচের নাম প্রকাশ করবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষণা দিয়ে তা যথাসময়ে বাস্তবায়ন না করাটা একেবারে মজ্জাগত অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এর প্রধান কাজী নাবিল আহমেদ (বাফুফের সহ-সভাপতি) বিষয়টিকে বানিয়ে ফেলেছেন হাস্যকর। প্রক্রিয়াটিকে করে ফেলেছেন দীর্ঘসূত্রিতাময়। ফিফা র‌্যাঙ্কিংয়ে জাতীয় দলের অবস্থান যেখানে ডাবল সেঞ্চুরির (১৯৭) কাছাকাছি, যেখানে আগামী সেপ্টেম্বরে জাতীয় দল ঘরের মাঠে অংশ নেবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ’-এ, যেখানে বাকি ছয় দেশ কোচ নিয়ে জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে, সেখানে বাংলাদেশের এখনও কোন কোচই নেই! গত এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন এ্যান্ড্রু অর্ড। তখন একটি সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছিলেন, ‘আগামী ১০ এপ্রিল ন্যাশনাল টিমস কমিটির মিটিং হবে। জাতীয় দলের কোচ বিষয়ে সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ কিন্তু ১০ এপ্রিল দূরে থাক, ১০ মেতেও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি! সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল একটি জরুরী প্রেসমিটে ডাকেন সাংবাদিকদের। তবে সেটা বাফুফে ভবনে নয়, ধানম-িতে নিজের অফিসে! যাহোক, সেখানে গিয়েও জানা যায়নি নতুন কোচের নামটি। তার মানে এখনও কোচ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ফলাফল অশ্বডিম্ব! অবশ্য নাবিল দাবি করেছেন আগামী জুনের শুরুতেই নতুন এক কোচ আসছেন। তিনি ব্রিটিশ। তার সঙ্গে নাকি লন্ডনে গিয়ে একসঙ্গে বসে চা পানও করেছেন, আলাপ করেছেন। তার ব্যাপারে শুক্রবার ফাইনাল হবে। শনিবার নাম প্রকাশ করা হবে। এই কোচের বেতন হবে আগের জনের মতোই। নতুন যিনি আসবেন, তারও জাতীয় দলের হ্যান্ডেল করা মতো অভিজ্ঞতা নেই! সেই সঙ্গে তিনি আরও জানান, বিকেএসেপিতে জাতীয় দলের ট্রেনিং শুরু হবে ১৯ কিংবা ২০ মে থেকে। দলে ডাকা হবে ৩৫ ফুটবলারকে। একটানা ট্রেনিং চলবে চলবে এশিয়ান গেমস ও সাফ ফুটবলের খেলার আগ পর্যন্ত। মাঝে অবশ্য ঈদের জন্য চার-পাঁচ দিনের ছুটি থাকবে। টিমের জন্য জুলাই ও আগস্টে দুটি কিংবা তিনটি অফিসিয়াল বা আনঅফিসিয়াল ম্যাচ আয়োজনের পরিককল্পনা আছে বাফুফের।
×