ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুয়ালালামপুরে নাজিবের স্বজনের এ্যাপার্টমেন্টে পুলিশের হানা

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ মে ২০১৮

কুয়ালালামপুরে নাজিবের স্বজনের এ্যাপার্টমেন্টে পুলিশের হানা

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে পরাজিত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের এক স্বজনের একটি সুরম্য এ্যাপার্টমেন্ট ব্লকে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সরকারী গুরুত্বপূর্ণ নথি খুঁজতে রাজধানী কুয়ালালামপুরের ওই এ্যাপার্ন্টমেন্ট ব্লকে অভিযান চালানো হয় বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশের দুই উর্ধতন কর্মকর্তা।- খবর ওয়েব সাইটের। স্পর্শকাতর কোন নথি থেকে থাকলে সেগুলো দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে বলে শঙ্কা দেশটির নবনির্বাচিত সরকারের। তাই নাজিব ও তার স্ত্রীর দেশ ত্যাগে সরকারের নিষেধাজ্ঞার আদেশ জারির অল্প সময়ের মধ্যে এ অভিযানটি চালানো হলো। রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবির অর্থ তছরুপ করার অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নাজিবের স্ত্রী রোসমাহ মানসুরের নকশাকার হাতব্যাগ ও অন্যান্য জিনিস বহন করা যায় এমন কয়েক ডজন বাক্স একটি সরকারী গাড়িতে করে এ্যাপার্টমেন্টটিতে পৌঁছে দেয়া হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
×