ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের গুলি থেকে বেঁচে গেলেন ফিলিপিনো মেয়র

প্রকাশিত: ০৪:৪২, ১৫ মে ২০১৮

পুলিশের গুলি থেকে বেঁচে গেলেন ফিলিপিনো মেয়র

মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ফিলিপিন্সের এক মেয়র রবিবার পুলিশের এক আক্রমণ অভিযান থেকে বেঁচে গেছেন। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে তাকে হত্যা করার জন্য প্রকাশ্য হুমকি দেয়ার ৪ মাস পর এ পদক্ষেপ নেয়া হয়। পুলিশ একথা বলেছে। খবরÑ এএফপির। দুতের্তে অবৈধ মাদক ব্যবসা সুরক্ষায় তথাকথিত অন্যতম ‘মাদক জেনারেল’ হিসেবে বারবার উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ প্রধান তত্ত্বাবধায়ক মধ্যাঞ্চলীয় প্রদেশ সেবুর অন্যতম মেয়র ভিসেন্ট লুটের নাম। পুলিশ বলেছে, লুট রবিবার তার পরিবারসহ নৌকায় করে সেবুর দানবানতায়ান শহরের একটি বন্দরে এসে পৌঁছালে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ৪ জন আহত হয়। মেয়র অক্ষত থাকেন। লুট রেডিও ডিজেটএমএমকে বলেছেন, তিনি ঘটনার তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। দুতের্তে মাদকের বিরুদ্ধে এক নজিরবিহীন লড়াই শুরু করেছেন। ২০১৬ সালে স্থানীয় কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিচারকদের নামের যে তথাকথিত মাদক তালিকা করা হয় সেটিতে প্রথম নামটি রয়েছে লুটের।
×