ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাইডুর সেঞ্চুরিতে হায়দরাবাদকে উড়িয়ে দিল চেন্নাই

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ মে ২০১৮

রাইডুর সেঞ্চুরিতে হায়দরাবাদকে উড়িয়ে দিল চেন্নাই

স্পোর্টস রিপোর্টার ॥ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু মাঠের খেলায় তার ছিটেফোটাও দেখা গেল না। সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে শক্তির একটা প্রদর্শনীই করল চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে ১৭৯ রান টপকে মহেন্দ্র সিং ধোনির দল জিতল ৮ উইকেটের বিশাল ব্যবধানে। শিখর ধাওয়ান (৭৯) ও অধিনায়ক কেন উইলিয়ামসনের (৫১) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটে চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল হায়দরাবাদ। অন্তত এবারের আসরে দলটির দুর্দান্ত বোলিং দেখার পর মনে হয়েছিল এটা নির্ভর করার মতো। কিন্তু সুপার কিংসদের হয়ে দুই ওপেনার শেন ওয়াটসন (৫৭) ও আমবাতি রাইডুই (১০০*) সব সমীকরণ বদলে দেন। ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ধোনিবাহিনী। হায়দরাবাদের হয়ে এদিন খুব একটা ভাল করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬ বলে অপরাজিত ৮ রান করলেও বোলিংয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে কোন উইকেট পাননি বাংলাদেশী অলরাউন্ডার। বড় ম্যাচে রান চেজ করতে গিয়ে রীতিমতো ঝড় তোলেন ওয়াটসন ও রাইডু। ওপেনিংয়ে ১৩ ওভারে ১৩৪ রান যোগ করেন দুজনে। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে আউট হন ওয়াটসন। আর ৬২ বলে ৭ চার ও সমান ৭ ছক্কায় সেঞ্চুরি (১০০) হাঁকানোর পাশাপাশি অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন রাইডু। আগের ম্যাচে রেকর্ড জুটি গড়ে সানরাইজার্স হায়দরাবাদকে প্লে-অফের টিকেট পাইয়ে দিয়েছিলেন শিখর ধাওয়ান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন। একই ধারাবাহিকতা এদিনও ধরে রাখেন এই দুই ব্যাটসম্যান। উইলিয়ামসন এবং ধাওয়ানের জোড়া ফিফটিতে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছিল হায়দরাবাদ। যদিও শেষ পর্যন্ত ওয়াটসন-রাইডুর দাপটে সেটি ম্লান হয়ে গেছে। টস জেতা চেন্নাই সুপার কিংসের আমন্ত্রণে টসে হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। ব্যর্থ উদ্বোধনী জুটি। ৯ বল খেলে মাত্র ২ রান করে ফেরেন এ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেট জুটিতেই ইনিংসের গতিপথ পাল্টে দেন ধাওয়ান এবং উইলিয়ামসন। মাত্র ৭৫ বলে ১২৩ রান যোগ করেন দুজনে। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে এবং ১৭তম ওভারের প্রথম বলে পরপর ফিরে যান ধাওয়ান এবং উইলিয়ামসন। চলতি আসরে ব্যক্তিগত ৭ম ফিফটিতে ৩৯ বলে ৫১ রান করেন কিউই অধিনায়ক। ১০ চার এবং ৩ ছক্কার মারে ৪৯ বল খেলে ৭৯ রান করেন ধাওয়ান। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর শেষের ২৩ বলে ৩৮ রান করে হায়দরাবাদ। মানীশ পান্ডে ৬ বলে ৫ রান করে আউট হন। দ্বীপক হুদা ১১ বলে ২১ এবং শেষ সময়ে নেমে সাকিব আল হাসান ৬ বলে ১ চারে ৮ রান করে অপরাজিত থাকেন। চেন্নাইর হয়ে দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর।
×