ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মে ২০১৮

বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের অর্জনকে স্বীকৃতি দিতেও ছোট মনের পরিচয় দিয়েছে। তারা দেশের সাফল্য নিয়ে গর্ব করে না। তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জন অস্বীকার করতে গিয়ে বিএনপি দেশের অর্জন ও সাফল্যকে অস্বীকার করেছে। শনিবার রাজধানীর শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি শুধু পার্টিইজম-ই করে। তাদের টার্গেট হচ্ছে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু দেশের মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি কথাও বলে না। সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, মালয়েশিয়ার নির্বাচন থেকে আপনারা (বিএনপি) শিক্ষা নিন। আপনাদের দুর্নীতির কারণে ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম। তবুও আপনাদের শিক্ষা হয়নি। আপনাদের দলের চেয়ারপার্সন (খালেদা জিয়া) দুর্নীতিগ্রস্ত। আপনারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনের দুর্নীতির কথা দেশের মানুষ ভুলে যায়নি। দুর্নীতি আর বিএনপি সমার্থক, এটা সবাই জানে। বঙ্গবন্ধু-স্যাটেলাইট ১ উৎক্ষেপণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশে বসে বিএনপির এক নেতা ফেসবুকে লাইভে এসে বলেন, সেই কবে নাকি জিয়াউর রহমান স্যাটেলাইটের স্বপ্ন দেখেছিলেন! কয়েকদিন পর হয়তো তারা বলবে পদ্মা সেতুও জিয়ার স্বপ্ন ছিল। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সেমিনারে দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্বের ৫৭তম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হওয়ায় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে অভিনন্দন এবং এরসঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হিসেবে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আরও একটি অনন্য মাইলফলক। মহাকাশ জয়ের স্বপ্ন এবং বাস্তবায়নের সকল কৃতিত্ব ডিজিটাল বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং দিকনির্দেশনায় এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বেতবুনিয়ায় দেশের প্রথম ভূ-উপগ্রহ স্থাপনের মাধ্যমে যে স্বপ্নের বীজ বপন করেছিলেন আজ তার পথ ধরেই নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে স্থান করে নিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২০০৮-এর নির্বাচনে বিজয় লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশ আজ শুধু কথার কথা নয়, বাংলাদেশে আজ প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল বিপ্লব ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট।
×