ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেসির শোকেসেই সোনার বুট!

প্রকাশিত: ০৬:১১, ১২ মে ২০১৮

মেসির শোকেসেই সোনার বুট!

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকের মধ্যে ৯ বারই ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন স্প্যানিশ লা লিগার ফুটবলাররা। এবারও সেই পথে হাঁটছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার লিওনেল মেসি। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে পঞ্চম গোল্ডেন বুট জয়ের ইঙ্গিত দিচ্ছিলেন এলএম টেন। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে এসেই যেন তার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ান লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তবে সেই সালাহ শেষ মুহূর্তে এসে কিছুটা খেই হারিয়ে ফেলেন। ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের শেষ দুই ম্যাচে কোন গোলের দেখা পাননি তিনি। এর ফলে সেই ৩১ গোলেই আটকে আছেন সালাহ। তার গোল না পাওয়ার ফলটা কী জানেন? এই দুই ম্যাচের কোনটিই জিততে পারেনি জার্গেন ক্লপের দল। গত মাসের শেষ সপ্তাহে স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে অলরেডরা। আর গত শনিবার তো চেলসির মাঠ থেকে ১-০ গোলের হার নিয়েই বাড়ি ফিরেছে তার ক্লাব লিভারপুল। তবে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি কিন্তু থেমে নেই। গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। বুধবার নিজেদের মাঠে তুলনামূলক খর্বশক্তির দল ভিয়ারিয়ালের বিপক্ষেও গোল পেয়েছেন এলএম টেন। এই গোলের সৌজন্যে লিওনেল মেসির মোট গোল এখন ৩৪। হাতে আছে আরও দুটি ম্যাচ। অন্যদিকে মোহাম্মদ সালাহ পাচ্ছেন মাত্র এক ম্যাচ। মেসিকে টপকাতে হলে সালাহর আরও চার গোলের প্রয়োজন। তবে শর্ত হলো, পরের দুই ম্যাচে যদি মেসি না খেলে কিংবা কোন গোলের দেখা না পান। আর বাকি থাকা দুই ম্যাচে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার গোল পেলে তো মেসিকে টপকানোটা সালাহর জন্য অসম্ভবই বলা চলে। এর ফলে এবার পঞ্চম গোল্ডেন বুট মেসির শোকেসেই উঠছে তা নিশ্চিত করেই বলা যায়। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের সবকটিই এখন শেষের পথে। মেসি-সালাহর পর ২৯ গোল করে এই তালিকার তৃতীয় স্থানে আছেন রবার্ট লেভানডোস্কি। জার্মান বুন্দেসলিগার শিরোপা আরও আগেই নিশ্চিত করে ফেলা বেয়ার্ন মিউনিখের হাতে রয়েছে আর এক ম্যাচ। তাই মেসিকে ধরতে হলে বেয়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানডোস্কিকে অবিশ্বাস্য কিছুই ঘটাতে হবে। সিরি’এ লীগে দুই ম্যাচ খেলার সুযোগ পাবেন ল্যাযিও তারকা ইমমোবিল। তারও গোল রবার্ট লেভানডোস্কির সমান ২৯টি। ইউরোপের ঘরোয়া লীগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন সুু। চ্যাম্পিয়ন্স লীগ কিংবা ইউরোপা লীগের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার গোলসংখ্যা এ পুরস্কারে বিবেচিত হয় না। ইউরোপের বিভিন্ন দেশের লীগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা এ পুরস্কার পেয়ে থাকেন। সেক্ষেত্রে বেনফিকার ফরোয়ার্ড হোনাস গনজালভেজের অবস্থান দেখলে যে কেউ অবাক হবেন। পর্তুগীজ প্রিমেরা লীগে এবার ৩৩ গোল করেও তিনি বেশ পিছিয়ে। গোল্ডেন সু পুরস্কারের মজাটা হলো এই প্রিমেরা লীগে গোলপ্রতি ১.৫ রেটিং পয়েন্ট। কিন্তু ইউরোপের শীর্ষ পাঁচ লীগে (স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি’এ লীগ ও ফ্রেঞ্চ লীগ ওয়ান) গোলপ্রতি ২ পয়েন্ট। মূলত টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা, জনপ্রিয়তা আর মান অনুসারে এই রেটিং পয়েন্ট নির্ধারণ করা হয়। ৩৪ গোল করা মেসি ৬৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে। ৬২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন মোহাম্মদ সালাহ। লেভানডোস্কি আর ইমমোবিলের সংগ্রহ সমান ৫৮ রেটিং পয়েন্ট।
×