ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে ৩ ম্যাচের টি২০ সিরিজ ৩, ৫ ও ৭ জুন

রশীদ-মুজিবকে নিয়ে ভাবনায় মুশফিক!

প্রকাশিত: ০৬:৪৮, ১১ মে ২০১৮

রশীদ-মুজিবকে নিয়ে ভাবনায় মুশফিক!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসের শুরুতেই ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে উত্তরাখ-ের দেরাদুনে খেলবে তিন ম্যাচের টি২০ সিরিজ। আগামী ২৯ মে সেজন্য ভারতে রওনা হবে বাংলাদেশ দল। এর অনেক আগেই আগামী রবিবার থেকে (১৩ মে) শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। ইতোমধ্যে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়ে গেছে। তবে ক্রিকেটাররা অনুশীলনে নেমে গেছেন আগেভাগেই। অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম মনে করছেন আফগানিস্তানের বিপক্ষে অচেনা এই মাঠে খেলাটা খুবই চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে টি২০ ক্রিকেটের অন্যতম সেরা বোলার লেগস্পিনার রশীদ খান ও তরুণ উদীয়মান মুজিব-উর-রেহমানের বিপক্ষে বেশ কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে ব্যাটসম্যানদের এমনটাই মনে করছেন মুশফিক। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। আইসিসির স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় থাকা এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হবে জুনের প্রথম সপ্তাহেই। আগামী ৩, ৫ ও ৭ মে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে এখানে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ দল ভারতে রওনা দেবে ২৯ মে। অনুশীলনের ফাঁকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজ শেষে দেশে ফিরবে ৮ জুন। সবগুলো ম্যাচ স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় অনুসারে সাড়ে ৮টায় শুরু হবে। সম্পূর্ণ অচেনা এ ভেন্যু সম্পর্কে মুশফিক বলেন, ‘তেমন কোন ধারণা নেই। যদিও আইসিসি এখনও অনুমোদন দেয়নি। আমরা আশা করছি, যেটা বলা হচ্ছে, গরমে সমস্যা হতে পারে। কিন্তু আমার মনে হয় না। কারণ আমরা শ্রীলঙ্কায়ও অনেক গরমে খেলেছি। সেখানে যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আশাকরি এখানেও আমাদের সমস্যা হবে না। তবে মাঠটা অচেনা। এটা হয়তো বা একটা চ্যালেঞ্জ হবে। ওখানে একটা অনুশীলন ম্যাচ হবে। সেটা খেলে আমরা যত দ্রুত মানিয়ে নিতে পারব, ততো ভাল হবে। আমরা চেষ্টা করব মাঠের অভিষেকে আমাদেরও যাতে ভাল কিছু হয়।’ ইনজুরির কারণে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষদিকে ম্যাচ খেলতে পারেননি মুশফিক। নিজের সেই ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘আগের থেকে অনেক ভাল আল্লাহর রহমতে। আমি পুরোপুরি রানিং শুরু করে দিয়েছি, আজকেও করেছি। ১৩ তারিখ থেকে পুরোদমে যোগ দেব দলের সঙ্গে। তার আগে কয়েকটা দিন নিজের যে অনুশীলন পরিকল্পনা, সেটা সম্পন্ন করলে অনেক ভাল হবে।’ টি২০ ক্রিকেটে আহামরি কোন সাফল্য নেই বাংলাদেশের। তবে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে হওয়া ত্রিদেশীয় নিদাহাস ট্রফির টি২০ আসরে দারুণ নৈপুণ্য দেখিয়েছে তারা। মাত্র দুই মাসের ব্যবধানে আবারও টি২০ ক্রিকেট। উঠতি দল আফগানিস্তানও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। আফগানিস্তান ৮ নম্বরে আর বাংলাদেশ এখনও ১০ নম্বরে। তবে টানা টি২০ সিরিজ খেলা দলের উন্নতিতে কাজে আসবে বলেই মনে করেন মুশফিক, ‘আমার মনে হয় ইতিবাচকই হবে। অনেক সময় দেখা যায় সিরিজে একটা টি২০ খেললে, এরপর অনেক দীর্ঘ বিরতি হয়ে যায়। আড়াই মাস আগেই আমরা টি২০ খেলেছি। সেই হিসেবে আমরা ব্যাক টু ব্যাক খেলছি। এর মধ্যে আমরা ঢাকা প্রিমিয়ার লীগ খেলেছি, বিসিএল খেলেছি; সেগুলো আলাদা ফরমেট। তবে সত্যি বলতে, টি২০ ফরমেটের চেয়ে আফগানিস্তান দলটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনারা জেনেছেন, তামিমও বলেছে, ওদের অনেক বিশ্বমানের বোলার আছে। আইপিএলেও তারা অসাধারণ বোলিং করছে। ওদের বিপক্ষেই আমাদের খেলতে হবে। এ ছাড়া ওরা সর্বশেষ যখন এসেছিল, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। সবদিক থেকেই মনে করি যে, আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। ওদের হোমগ্রাউন্ড, ওদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা এ্যাডভান্টেজ হবে।’ বিশেষ করে সারাবিশ্বে আলোড়ন তুলেছেন তরুণ লেগস্পিনার রশীদ খান। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা রশীদ টি২০ র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর বোলার। তার সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেন তরুণ মুজিব। এ বিষয়ে মুশফিক বলেন, ‘রশীদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিপক্ষে ৬/৭ রানের বেশি কোন ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। ব্যক্তিগতভাবে আমি কিছু কাজ করছি। কোন শট খেললে স্কোর করতে পারব, তা নিয়ে কাজ করছি। আর দল হিসেবে একটা ভাল পরিকল্পনা করতে হবে, তা যাতে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। টি২০ এমন যেখানে একজন বোলারকে দেখে খেলার সুযোগ নাই। ওদের শুধু রশীদ খান না, মুজিবও নতুন বলে বল করে থাকে। আমাদের ওইভাবে পরিকল্পনা করে এগোতে হবে। আশাকরি আমরা পারব। কারণ আমাদের উচ্চ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার আছে। তারা যদি ক্লিক করে তাহলে এটি খুব ভাল সিরিজ হবে।’ দেরাদুনে গরম আবহাওয়া একটা চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন সবাই। তবে সেটা নিয়ে দুঃশ্চিন্তা নেই মুশফিকের, ‘শ্রীলঙ্কায় যখন আমরা এত গরমে খেলতে পেরেছি, আমার মনে হয় না এটা কোন বড় ব্যাপার হবে। আমার কাছে যেটা প্রধান দুঃশ্চিন্তাÑ অচেনা মাঠ, অচেনা পীচ; যেগুলো নিয়ে আমাদের কোন অভিজ্ঞতা নেই। যেটা আমি বললাম একটা অনুশীলন ম্যাচ আছে, ওটাতে যদি আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি, আশাকরি এটা একটা ভাল সিরিজ হবে।’ ইতোমধ্যেই টেস্ট মর্যাদাও পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ের মতো দুটি দলকে পেছনে ফেলে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘টি২০ ক্রিকেটে আফগানিস্তান অনেক ভয়ঙ্কর দল। ওরা এখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। সামনে তারা টেস্ট খেলবে। ওয়ানডেতেও তারা খুব ভাল খেলছে। এবার তারা বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। সুতরাং ওদের ফেভারেই সব কিছু থাকবে। চেনা মাঠে খেলবে তারা। সেদিক থেকে বলব আমরা একটু পিছিয়েই থাকব। গত সিরিজে টি২০ আমরা যে রকম খেলেছি শ্রীলঙ্কার মাটিতে, সেটা আমাদের আত্মবিশ্বাস দিবে।’
×