ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা ধরে রাখার পথে সিমোনা

প্রকাশিত: ০৭:২৭, ১০ মে ২০১৮

শিরোপা ধরে রাখার পথে সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছেন সিমোনা হ্যালেপ। এবারও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। দুর্দান্ত খেলেই মাদ্রিদ ওপেনের তৃতীয়পর্বের টিকেট কেটেছেন রোমানিয়ার এই টেনিস তারকা। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ৬-০ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। সেইসঙ্গে টানা তৃতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলার আরও কাছাকাছি চলে এসেছেন তিনি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপ ছাড়াও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার জয়ের দেখা পেয়েছেন ফেবারিট পেত্রা কেভিতোভা, গারবিন মুগুরুজা এবং কার্লা সুয়ারেজ নাভারোর মতো তারকারা। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকেই ছিটকে গেছেন গ্রেট ব্রিটেনের প্রতিনিধি জোহানা কন্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের অখ্যাত বার্নাদা পেরার কাছে কঠিন লড়াইয়ের পর ৬-৪ এবং ৬-৩ গেমে হার মানেন ব্রিটিশ প্রতিনিধি। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন সিমোনা হ্যালেপ। ২০১৬ এবং ২০১৭ সালে মাদ্রিদ ওপেনেও দেখা গেছে তার দুর্দান্ত পারফর্মেন্সের প্রভাব। টানা দুইবার স্পেনের এই ক্লে কোর্টের শিরোপা নিজের শোকেসে তুলে নিয়েছেন তিনি। তার সামনে এবার টানা হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। শেষ ষোলোর টিকেট কেটে তাই দারুণ রোমাঞ্চিত রোমানিয়ার এই টেনিস তারকা। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আবারও ভাল খেলেছি। টুর্নামেন্টে এটা আমার দ্বিতীয় ম্যাচ। দুটিতেই জয় পাওয়ায় অনুভূতিটাও বেশ ভাল।’ শেষ ষোলোতে হ্যালেপের প্রতিপক্ষ এখন ক্রিস্টিনা পিসকোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা দ্বিতীয়পর্বের ম্যাচে ৭-৫ এবং ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের সারা সোরিবেস তোর্মোকে। তবে স্বাগতিক সোরিবেস তোর্মো বিদায় নিলেও নিজের দেশের সমর্থকদের হতাশ করেননি গারবিন মুগুরুজা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই এদিন প্রথম সেট হারলেও পরের দুই সেট দাপটের সঙ্গে জিতে তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন। উইম্বলডন জয়ী মুগুরুজা এদিন ২-৬, ৬-৪ এবং ৬-১ গেমে হারান ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। সেইসঙ্গে সুদীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট কাটেন তিনি। তৃতীয়পর্বে কঠিন পরীক্ষা এখন মুগুরুজার। দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ীর প্রতিপক্ষ যে রাশিয়ার বিপজ্জনক খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টুর্নামেন্টের ১৪তম বাছাই কাসাতকিনা ৬-৩ এবং ৬-১ গেমে হারান রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়াকে। মাদ্রিদে টানা দুই জয় তুলে নিয়েছেন পেত্রা কেভিতোভাও। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা কঠিন লড়াইয়ের পর ৬-৩ এবং ৭-৬ (১০/৮) গেমে পরাজিত করেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে। দুর্দান্ত ফর্মে থাকা পেত্রা কেভিতোভা গত সপ্তাহেই প্রাগ ওপেনের শিরোপা জেতেন। চলতি মৌসুমে যা তার তৃতীয় শিরোপা। এর আগে সেন্ট পিটার্সবার্গ এবং কাতার ওপেনের ট্রফিটাও উঁচিয়ে ধরেছিলেন দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। যে কারণেই মাদ্রিদ ওপেনের শিরোপা জেতার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী দশম বাছাই কেভিতোভা। সিমোনা-কেভিতোভারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকেই ছিটকে গেছেন এলিনা সিতলিনা। স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোর কাছে ২-৬, ৭-৬ (৭/৩) এবং ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই। এর ফলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নাম্বার খেলোয়াড় সিতলিনার লক্ষ্য এখন রোমার শিরোপা ধরে রাখা। আগামী সপ্তাহেই শুরু হবে যে ইতালিয়ান ওপেন। সিতলিনার সঙ্গে বিদায় দেখেছেন জোহানা কন্টাও। যুক্তরাষ্ট্রের বার্নাদা পেরার কাছে ৬-৪ ও ৬-৩ গেমে হেরে বিদায় নেন তিনি।
×