ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ০৬:৪৪, ১০ মে ২০১৮

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পরপরই ইসরাইল দামেস্কের কাছে একটি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে বলে অভিযোগ সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের। মঙ্গলবার হোয়াইট হাউসের ঘোষণার দুই ঘণ্টার মধ্যে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানায়, রাজধানী দামেস্কের দক্ষিণে কিসবেহে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এসএএনএ’র প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার এয়ার ডিফেন্স দুটি ইসরাইলী ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করেছে। খবর বিবিসির। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক আঞ্চলিক জোটের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলী বিমান বাহিনী কিসবেহে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এসব বিবৃতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘এসব বিদেশী প্রতিবেদনের বিষয়ে আমরা কোন মন্তব্য করি না।’
×