ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগে ১০ নারী ‘জয়ীতা’ মনোনীত

প্রকাশিত: ০৬:৩০, ৮ মে ২০১৮

রাজশাহী বিভাগে ১০ নারী ‘জয়ীতা’ মনোনীত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়ীতা’ পুরস্কারের জন্য রাজশাহী বিভাগ থেকে এবার প্রাথমিকভাবে ১০ নারীকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্য থেকে পাঁচজনকে আলাদা আলাদা ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আগামী রবিবার তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সোমবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আমিনুল ইসলাম। তিনি জানান, বিভাগের আট জেলায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে এই ১০ নারী বিভাগীয় পর্যায়ের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে পাঁচজন পুরস্কার পেয়ে সারাদেশের সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রাথমিকভাবে নির্বাচিত ১০ নারী হলেন, রাজশাহীর আফরোজা আজিজ, আনোয়ারা খাতুন, কল্পনা রায় ভৌমিক, নওগাঁর শিখা পাহান, চাঁপাইনবাবগঞ্জের অনামিকা ঠাকুর শিল্পী, সিরাজগঞ্জের নিলুফা খাতুন এবং নাটোরের রুবিনা খাতুন, আছমিনা আজিজ, রুবিয়া বেগম ও পারভীন আক্তার। এদের মধ্যে পাঁচজন পাবেন ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র। কলাপাড়ায় অবৈধ স্থাপনা ও বাঁধ অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মে ॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের অভ্যন্তরের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ কয়েকটি খালের বিভিন্ন অংশের বাঁধ ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক’ এর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পৌরশহরের অভ্যন্তরের এতিমখানা, কবি নজরুল ইসলাম সড়ক এবং চিংগড়িয়া খালের বিভিন্ন স্পটে অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তোলা হয়েছে। বহু স্পটে বাঁধ দিয়ে দখল করা হয়েছে। পানির প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ছে পৌরবাসী। এসকল স্থাপনা ও বাঁধ অপসারণ না হওয়ায় খালের পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ময়লা-আবর্জনা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ দূষিত করছে। খাল দখলমুক্ত করার জন্য এখন থেকে কলাপাড়ার সচেতন নাগরিক ঐক্যবদ্ধ হয়ে নানা কর্মসূচী ঘোষণা করা হবে।
×