ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম

প্রকাশিত: ০৫:০৯, ৭ মে ২০১৮

স্বাধীনতা কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্তপর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা। রবিবার পল্টন শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে কুড়িগ্রাম জেলা মাদারীপুর জেলাকে ২২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। কুড়িগ্রাম ৩টি লোনাসহ ৫৮ পয়েন্ট অর্জন করে। জবাবে মাদারীপুর অর্জন করে ১টি লোনাসহ ৩৬ পয়েন্ট। প্রথমার্ধে বিজয়ীরা ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। খেলা শেষে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমসহ (বার) আরও অনেকে। ৩০ লাখ টাকার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম জেলা পেয়েছে ১ লাখ টাকার প্রাইজামানি। রানার্সআপ মাদারীপুর জেলা পেয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট জেলা। খ গ্রুপ খেলেছে কুড়িগ্রাম, বরিশাল, মাদারীপুর ও চট্টগ্রাম জেলা।
×