ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে গোলাগুলিতে অধ্যাপকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রকাশিত: ০৪:৫৮, ৭ মে ২০১৮

কাশ্মীরে গোলাগুলিতে অধ্যাপকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। রবিবার সকালে রাজ্যের সোপিয়ান জেলায় এ ঘটনায় নিহতরা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য। খবর এনডিটিভি। এ ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের নিহত সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডার রয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাট মাত্র কয়েক বছর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। রাফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ভাটকে আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ তার বাবা-মাকে নিজ জেলা থেকে সোপিয়ানে নিয়ে এসেছিল, কিন্তু ভাট আত্মসমর্পণে রাজি হননি।
×