ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পড়ে আছে মমি

প্রকাশিত: ০৬:৪৩, ৬ মে ২০১৮

পড়ে আছে মমি

অস্ট্রেলিয়ার নিকলসন মিউজিয়ামে ১৫১ বছর ধরে এক মিসরীয় মমি রাখা আছে। ১৮৬০ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার্লস নিকলসন এই সারকোফ্যাগাসকে অস্ট্রেলিয়ায় নিয়ে যান। মমিটির ওপর লেখা আছে মার নিথ ইট এস। এটি মিসরের সেখমেটের মন্দিরের নারী পুরোহিতের নাম। যা ছয় শ’ খ্রিস্টপূর্বাব্দের। যিনি তার সময়ে একটি মন্দিরের পুরোহিত ছিলেন। মমিটির সিটিস্ক্যান করে এ বিষয়টি জানা গেছে -ওয়াশিংটন পোস্ট বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে ফেসবুকের তথ্য ফাঁসে অভিযুক্ত সংস্থা কেমব্রিজ এ্যানালিটিকা। রাজনৈতিক পরামর্শদাতা এই সংস্থার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিশ্বের বিভিন্ন দেশের নির্বচনে ব্যবহার করে জনমতকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে অধিকাংশ পরামর্শ গ্রহণকারী প্রতিষ্ঠান। ফলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে -জি নিউজ
×