ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সুরক্ষা সুবিধা হ্রাসে হন্ডুরাসের নাগরিকদের ক্ষোভ

প্রকাশিত: ০৬:৪২, ৬ মে ২০১৮

যুক্তরাষ্ট্রে সুরক্ষা সুবিধা হ্রাসে হন্ডুরাসের নাগরিকদের ক্ষোভ

যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মরত হন্ডুরাসের প্রায় ৬০ হাজার নাগরিকের বিশেষ সুরক্ষা সুবিধা হ্রাস করায় সে দেশের নাগরিকেরা শুক্রবার ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন আইনের আওতায় তাদের সুবিধা হ্রাস করা হয়। এর আগে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায় যে তারা হন্ডুরাসের তথাকথিত সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করছে। তবে নতুন এ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদেরকে ১৮ মাস সময় দেয়া হয়েছে। ফলে তারা ২০২০ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে। এর আগে ট্রাম্পের সরকার এল সালভেদর, হাইতি, নেপাল ও নিকারাগুয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছিল। হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টিপিএস বাতিল যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। তবে এটি খুবই দুঃখজনক। -এএফপি যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী হত্যাকারীর যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে এক ভারতীয় অভিবাসীর হত্যাকারীকে শুক্রবার যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। খবর এএফপি। এ্যাডাম পুরিনটন নামের ওই হত্যাকারী ভারতীয় অভিবাসীকে গুলি করে হত্যা করার আগে চিৎকার করে বিদ্বেষমূলক গাল দিতে থাকে এবং বলতে থাকে, বেরিয়ে যাও আমার দেশ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একমাস পর গত ফেব্রুয়ারিতে এ হত্যাকা- ঘটে। পুরিনটন কানসাস সিটির শহরতলি ওলাথে শ্রীনিবাস কুচি ভোতলাকে (৩২) হত্যা করেছে বলে এর আগে স্বীকার করেছিল। কুচি ভোতলার বন্ধু ভারতীয় অভিবাসী অলোক মাদাসানি এবং পাশে দাঁড়ানো এক পথচারী হামলায় আহত হন। পথচারী গ্রিলট ওই সময় বাধা দিতে চেষ্টা করেন। প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়, ৫২ বছর বয়স্ক পুরিটনকে ওই হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। পুরিনটনের দ- ঘোষিত হওয়ার পর কুচি ভোতলার বিধবা স্ত্রী সুনয়না এক ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, তার স্বামী একজন অভিবাসী হিসেবে সুন্দর, জীবনের স্বপ্ন দেখতেন। তিনি বলেন, আমার স্বামী হত্যার দ-ে আমার শ্রীনু ফিরে আসবেন না।
×